প্রসেনজিৎ ধর,কলকাতা :- পুজোর পরে একদিন অন্তর স্কুল-কলেজ খোলা নিয়ে শুরু হয়েছে ভাবনাচিন্তা | বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | করোনার বিরুদ্ধে লড়াইয়ের মধ্যে আশার আলো দেখা যেতে পারে | বৃহস্পতিবার নবান্ন রাজ্য সরকার গঠিত করোনা সংক্রান্ত বিশেষ পরামর্শদাতা কমিটির চেয়ারম্যান তথা নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী | করোনা বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রায় দেড় বছর ধরে রাজ্যে বন্ধ রয়েছে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় | দ্বিতীয় ঢেউয়ের আগে কয়েকটি রাজ্যে স্কুল খুললেও সেই পথে হাঁটেনি পশ্চিমবঙ্গ সরকার| তবে পুজোর পর স্কুল খোলার ব্যপারে চিন্তা-ভাবনা করেছে রাজ্য |কোভিডের তৃতীয় ঢেউ নিয়ে আগেই রাজ্যগুলিকে সতর্ক করেছে কেন্দ্র সরকার | দেরি না-করে বৃহস্পতিবার নবান্নে করোনা সংক্রান্ত বিশেষ পরামর্শদাতা কমিটি বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | বৈঠকে উপস্থিত ছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। যিনি এই কমিটির প্রধান | বৈঠকের পর অভিজিৎবাবু-কে পাশে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী | কোভিড পরিস্থিতিতে স্কুল-কলেজ খোলা নিয়ে অভিজিৎকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘স্কুল কলেজ খোলা নিয়ে ভাবনা-চিন্তা শুরু করেছেন মুখ্যমন্ত্রী |’বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, মুখ্যমন্ত্রী বলেন, ‘পুজোর পরে একদিন অন্তর স্কুল খোলা নিয়ে চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার | তবে এ ব্যাপারে এখনই কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি |’পুজোর পর কোন শ্রেণির পড়ুয়াদের ক্লাস শুরু হবে? সাংবাদিকদের প্রশ্নে মমতা জানান,’শিশু ভূমিষ্ঠ হওয়ার আগে আপনারা অন্নপ্রাশনের কথা ভাবতে শুরু করেছেন |’ গতবছর মার্চ থেকে বন্ধ স্কুল-কলেজ | অনলাইনেই চলছে পড়াশুনা | চলতি বছর মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও দুই দিল্লি বোর্ডের দশম ও দ্বাদশের পরীক্ষা বাতিল হয়েছে | তবে দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ অনেকখানি কমায় কোভিড বিধি মেনে ইতিমধ্যেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছে পঞ্জাব, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, বিহার ও উত্তরপ্রদেশ | তবে মুখ্যমন্ত্রীর আজকের এই ঘোষণার ফলে রাজ্যের শিক্ষা এবং পড়ুয়া মহলে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে বলা চলে|