নিজস্ব সংবাদদাতা :- শনিবার নেতাজির ১২৫তম জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজনে কুলটির সাকতড়িয়াতে এক সাথে মাল্যদান করতে দেখা গেল বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেসর নেতাদের। বিষয়টি নিয়ে কুলটির তৃণমূল ব্লক সভাপতি বিমান আচার্য বলেন, “নেতাজিকে সবাই শ্রদ্ধা করে। নেতাজি কোন বামপন্থী বা ডানপন্থী নয়। ওনাকে সবাই শ্রদ্ধা করেন। তাই এটা কোন ব্যাপার নয়”।
এদিন নেতাজিকে জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা বার্তা দেওয়ার পাশাপাশি তিনি বেশকিছু রাজনৈতিক মন্তব্যও করেন। তিনি বলেন “পশ্চিমবঙ্গে বিজেপি শেষ, আসন্ন নির্বাচন শেষেই বোঝা যাবে বাংলা কার?” প্রসঙ্গত, আজ নেতাজির জন্মদিন উপলক্ষে সকাল থেকেই দফায় দফায় চলছে উৎসব অনুষ্ঠান। এমনকি নেতাজির জন্মদিন উপলক্ষে আজ কলকাতায় নরেন্দ্র মোদী, আবার আজই শ্যামবাজার থেকে রেডরোড পর্যন্ত পদযাত্রা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি নরেন্দ্র মোদীর কড়া নিরাপত্তা দিতে ইতিমধ্যেই শহরে এসে পৌঁছেছে প্রধানমন্ত্রীর নিজস্ব সিকিউরিটি টিম। নজরদারি চালাতে ব্যবহার করা হয় ড্রোন। দুপুর সাড়ে ৩টের সময় ন্যাশনাল লাইব্রেরি পৌঁছন নরেন্দ্র মোদী। নেতাজিকে নিয়ে একটি আন্তর্জাতিক সেমিনারে ভাষণ দেওয়ার পর তিনি সোজা পৌঁছে যাবেন ভিক্টোরিয়া মেমোরিয়ালে। ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকেই এদিন সন্ধ্যা ৬টায় ফের শুরু হবে মোদীর ভাষণ।