নিজস্ব সংবাদদাতা :- “নেতাজি যথার্থই দেশনায়ক ছিলেন, দেশের অখন্ডতায় গভীর বিশ্বাস ছিল তাঁর”। শনিবার নেতাজির ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে এদিন টুইট বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের|
সেইসঙ্গে তিনি এদিন জানান আজাদ হিন্দ ফৌজ নামে রাজারহাটে মনুমেন্ট তৈরী হবে| এর পাশাপাশি, রাজ্য সরকারের টাকায় নেতাজি সুভাষচন্দ্র বোস বিশ্ববিদ্যালয়ও তৈরি হচ্ছে,যেটি বিদেশের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত করা হবে বলেও টুইটে জানান মুখ্যমন্ত্রী|
তিনি আরও জানিয়েছেন, নেতাজির জীবন নিয়ে তৈরি হবে শর্টফিল্ম | স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয়ে জয়হিন্দ বাহিনী গড়ে উঠবে | মমতা বন্দ্যোপাধ্যায় এখন থেকেই ঘোষণা করে দেন, ১৫ অগাস্ট নেতাজিকে সম্মান জানিয়ে প্যারেড হবে | সমস্ত ট্যাবলোই থাকবে নেতাজি সম্পর্কিত | আজ কলকাতা সরগরম, উপলক্ষ নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী | আর তা কেন্দ্র করেই শ্রদ্ধাজ্ঞাপনে বাঙালি আবেগ জয়ের যুদ্ধে নেমেছেন মমতা বন্দোপাধ্যায় এবং নরেন্দ্র মোদি |