Breaking News

কলকাতাকে ফের দেশের রাজধানী করা হোক,নেতাজির জন্মজয়ন্তীতে দাবি তুললেন মমতা

নিজস্ব সংবাদদাতা :- শনিবার নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিয়ে কলকাতাকে দেশের অন্যতম রাজধানী হিসেবে ঘোষণা করার দাবি তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে শনিবার শ্যামবাজার থেকে রেড রোডে নেতাজির মূর্তির পাদদেশ পর্যন্ত একটি পদযাত্রা করেন | এই ৮ কিলোমিটার পদযাত্রা করে রেড রোডের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী নেতাজির জন্মদিনের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন,“শুধুমাত্র দিল্লিতে কেন রাজধানী সীমাবদ্ধ হয়ে থাকবে? সেইসাথে তিনি দাবি করেছেন, দেশের চারটি প্রান্তে চারটি রাজধানী ঘোষণা করতে হবে। সেই চার রাজধানীতে ঘুরিয়ে ফিরিয়ে সংসদীয় অধিবেশন বসবে।”

তিনি আরও প্রস্তাব দিয়ে বলেছেন, “কলকাতার পাশাপাশি দক্ষিণ ভারত, উত্তর ভারত ও পূর্ব ভারতের একটি করে রাজধানী ঘোষণা করতে হবে।” এছাড়াও এদিন মুখ্যমন্ত্রী বলেন, “স্বাধীনতা সংগ্রামে জন্ম হয়েছিল বাংলা এবং বিহারে। গান্ধীজী স্বয়ং বেলেঘাটা এসে আন্দোলন করতেন | বাংলা কোনো অবহেলা সইবে না | বাংলায় নেতাজির নাম বললে বুকে আবেগের সৃষ্টি হয় | নেতাজিকে শুধুমাত্র দুই পাতার বই পড়ে জানা যায় না |” নেতাজি সুভাষ চন্দ্র বসুর নামাঙ্কিত কলকাতা বন্দরের নাম বদলে কেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করা হল, তা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী| প্রধানমন্ত্রীর কলকাতা সফরের আগেই নেতাজি স্মরণের মঞ্চকে ব্যবহার করে মুখ্যমন্ত্রী কেন্দ্রের উপরে চাপ বাড়ালেন বলে মনে করছে রাজনৈতিক মহল |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *