প্রসেনজিৎ ধর, কলকাতা :- কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত বিদ্যুৎ সংশোধনী বিলের বিরোধিতা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | বাদল অধিবেশনে দ্রুত বিদ্যুৎ সংশোধনী বিল পেশ করতে চলেছে কেন্দ্র | আর ফের একবার কেন্দ্রের এই নীতির বিরুদ্ধে গর্জে উঠলেন মমতা | সংবিধানে ও যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ভিত্তিতে বিদ্যুৎ সংশোধনী বিল ভয়ঙ্কর | কারণ সংবিধানে স্পষ্ট বলা হয়েছে বিদ্যুৎ রাজ্য ও কেন্দ্রের যৌথ বিষয় | তাই মোদি সরকার ফের একবার ‘এক দেশ এক নীতিতে’ চলছে | তাই ‘এক দেশ এক বিদ্যুৎ পরিষেবা’, প্রথম ধাপ হল এই বিদ্যুৎ সংশোধনী বিল | আর এই বিল পাস করে আইন হলে রাজ্যের হাত থেকে আরও একটি বিভাগে ক্ষমতা চলে যাবে বলেই আশঙ্কা রয়েছে | যার বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত বিদ্যুৎ সংশোধনী বিলের বিরোধিতা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | তাঁর দাবি, এই বিল রাজ্যের অধিকারকে খর্ব করে | তাই যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরোধী | সংবিধানে স্পষ্ট উল্লেখ রয়েছে বিদ্যুৎ রাজ্য ও কেন্দ্রের আওতাভুক্ত | আর সেই নিয়মকে বদলাতেই আসছে এই বিদ্যুৎ সংশোধনী বিল | আর তার আঁচ পেয়েই আলোচনা চেয়ে মোদিকে চিঠি দিয়েছেন মমতা | এদিন প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘বিদ্যুতের বিষয়টি সংবিধানের যুগ্ম তালিকায় রয়েছে | তাই কেন্দ্রের উচিত এই বিল নিয়ে আসার আগে রাজ্যগুলির সঙ্গে আলোচনা করা | বিদ্যুৎ সংশোধনী বিল জনস্বার্থ বিরোধী, কেন্দ্রীয় সরকারের এই সংশোধনী সংসদে পাশ হলে এতে গরিব উপভোক্তারা বলি হবে |’তিনি চিঠিতে আরও জানিয়েছেন, ‘রাজ্যের সঙ্গে না কথা বলে এই বিল আনার পিছনে রাজনৈতিক উদ্দেশ্যে রয়েছে | বিল সংশোধনীর মাধ্যমে কেন্দ্রের তরফ থেকে খোলা বাজারের নীতি মেনে বেসরকারি ক্ষেত্রকে চরম মুনাফা করার সুযোগ করে দেওয়া হচ্ছে | বিদ্যুৎ বণ্টনের বিষয়টি রাজ্য নিয়ামক সংস্থার অধীনস্থ | এ ক্ষেত্রে সেই অধিকারও খর্ব করা হচ্ছে | তাই কেন্দ্র যেন এই বিল আনা থেকে বিরত থাকে|’