Breaking News

খোদ ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে বড় প্রতারণা!লক্ষাধিক টাকা নিয়ে চম্পট যুবক

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- মন্ত্রী ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে সরকারি চাকরির টোপ | লক্ষাধিক টাকা আর্থিক প্রতারণার অভিযোগ | এবার খোদ ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়ে বড় ধরণের প্রতারণা করল এক যুবক | এমনকী দিনের পর দিন চাকরি দেওয়ার নাম করে দেদার টাকা লুঠ করলেন ওই যুবক | খাস কলকাতার কাশীপুর থানায় এমনই অভিযোগ জমা পড়ল | কাশীপুর থানায় এলাকার একাধিক বেকার যুবকের সঙ্গে এই প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ |পুলিশ সূত্রে খবর, প্রথমে পরিচয় দেওয়া হতো পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ আত্মীয় বলে | তারপর পুরসভা থেকে পরিবহণ দফতরে চাকরি করিয়ে দেওয়ার নাম করে বেকার যুবকদের কাছ থেকে টাকা লুঠ করা হয়েছে বলে অভিযোগ জমা পড়েছে | কাশীপুরের সাত জন এবং আলম বাজারের ছয় , মোট ১৩ জন যুবক একই অভিযোগ করেছে| জানা গিয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ওই দুই এলাকার বেকার যুবকদের বাড়ি বাড়ি যায় অভিযুক্ত যুবক | শূন্যপদে এলাকার যুবকদের নিয়োগ করছে | স্বাস্থ্য ভবন, কলকাতা কর্পোরেশন এবং পুর ও নগরোন্নয়ন দফতরের বিভিন্ন পদ নিয়োগ করা হচ্ছে বলেন | এরপর ফর্মের নাম করে প্রত্যেকের কাছ থেকে চার হাজার টাকা নেন অভিযুক্ত | চাকরি দেওয়ার নাম করে কারও থেকে নেন ১৫ হাজার টাকা | কারও থেকে নেন ২০ হাজার টাকা| কাশীপুর গোলাপট্টির বাসিন্দা আব্দুল কাদের খানের থেকে নগদ তিন লক্ষ টাকা নেয় অভিযুক্ত | অভিযোগ এরপর গত এপ্রিল মাস থেকে পলাতক অভিযুক্ত | চাকরিপ্রার্থীরা একাধিকবার তার সঙ্গে দেখা করতে চাইলেও, দেখা করেননি |এপ্রিলের পর থেকে মোবাইল নম্বরটিও সুইচ অফ আসছে | প্রতারিত হয়েছেন বুঝতে পেরে কাশীপুর থানায় অভিযোগ দায়ের করেন প্রতারিতরা | শুক্রবার অভিযোগ জমা পড়তেই ওই যুবকের খোঁজে শুরু হয় তল্লাশি | এখন পলাতক অয়ন বড়ুয়া নামে ওই অভিযুক্ত | কাশীপুর থানায় এই প্রতারণার অভিযোগ দায়ের করেন আব্দুল কাদের নামে এলাকার এক বেকার যুবক | তাঁর যুবক, সব মিলিয়ে মোট তিন লক্ষ টাকা তাঁর কাছ থেকে নিয়েছেন অয়ন | ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *