দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- এই প্রথমবার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলিমুদ্দিনে উড়বে তেরঙ্গা ঝান্ডা বলে সূত্রের খবর | আগামী ১৫ অগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মুজফফর আহমেদ ভবনের ছাদে জাতীয় পতাকা উত্তোলনের সিদ্ধান্ত নিয়েছে কমিউনিস্ট নেতারা | শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে সেখানে পতাকা উত্তোলন করা হবে | যা আলিমুদ্দিনের ইতিহাসে এই প্রথম | বিজেপি বিরোধিতায় এবার তাদের স্ট্র্যাটেজি বদলে রীতি বদলের পথে বামেরা | দলীয় সূত্রে খবর, তিনদিনের কেন্দ্রীয় কমিটির ভার্চুয়াল বৈঠকে বঙ্গ নেতাদের পক্ষ থেকে এই পতাকা উত্তোলনের প্রস্তাব দেওয়া হয়। এই প্রস্তাব পেশ করেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী | তাঁর এই প্রস্তাবে কেন্দ্রীয় কমিটি সিলমোহর দিয়েছে |
তাই সিপিআইএম রাজ্য কমিটি সিদ্ধান্ত নিয়েছে, আগামী ১৫ অগস্ট মুজফফর আহমেদ ভবনে পালিত হবে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান | একসময় এই কমিউনিস্ট নেতারাই আওয়াজ তুলেছিলেন, ‘ইয়ে আজাদি ঝুটা হ্যায়’ | তাহলে কী এখন মত পরিবর্তন হয়েছে? এই বিষয়ে সুজন চক্রবর্তী সংবাদমাধ্যমকে বলেন, ‘শুধুমাত্র আলিমুদ্দিন নয়, রাজ্যের সর্বত্রই, সমস্ত পার্টি অফিসে পতাকা উত্তোলন করা হবে | এটা স্বাধীনতার ৭৫তম বর্ষ। আমরা প্রতিবছরই উদযাপন করি দিনটি | এবার প্রস্তাব হিসেবে পেশ করা হয়েছিল এবং সেটি গৃহীত হয়েছে|’এদিকে এদিনের সিপিএমের সেন্ট্রাল কমিটির ভার্চুয়াল বৈঠকে বিজেপিকে রুখতে গণতান্ত্রিক এবং অবিজেপি শক্তির পাশে দাঁড়ানোর পক্ষে সওয়াল করে ত্রিপুরা সিপিএম | সেক্ষেত্রে তৃণমূলকে অচ্ছুৎ মনে করার কারণ নেই বলে মত তাঁদের |