Breaking News

মুখ্যমন্ত্রী বিদ্যুৎ বিল বিরোধিতায় ‘কুমিরের কান্না’ কাঁদছেন, মোদিকে চিঠি নিয়ে মমতাকে তোপ শুভেন্দু অধিকারীর!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- সংসদের চলতি বাদল অধিবেশনেই মোদি সরকার বিদ্যুৎ সংশোধনী বিল আনতে চলেছে | ‌কেন্দ্রের প্রস্তাবিত বিদ্যুৎ সংশোধনী বিলের বিরোধিতা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| এবার এই বিলের প্রসঙ্গ তুলে রাজ্য সরকারকে পাল্টা আক্রমণ শানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী | বিদ্যুত বিল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা ‘কুমিরের কান্না’ বলে কটাক্ষ করেছেন তিনি | এদিন শুভেন্দু এই বিষয়ে দুটি টুইট করেছেন | তার মধ্যে একটিতে তিনি লিখেছেন, ‘বিদ্যুৎ সংশোধনী বিল নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরোধিতা আসলে কুমিরের কান্না | কলকাতার একটি বেসরকারি সংস্থা, যারা সবচেয়ে বেশি বিদ্যুতের বিল নেয়, তাঁদের রক্ষা করার কৌশল|’ এই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানিয়েছেন, এই নিয়ম কার্যকর হলে অনেক গরিব মানুষের বিদ্যুৎ সংযোগ কাটা যাবে | পাশাপাশি মুখ্যমন্ত্রী আপত্তি তুলেছেন, বিদ্যুৎ যুগ্ম তালিকাভুক্ত বিষয়| এই সংশোধনী বিল আইনে কার্যকর হলে বিদ্যুৎ আর রাজ্যের নিয়ন্ত্রণে থাকবে না | এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী | মমতার স্পষ্ট দাবি, রাজ্যের সঙ্গে না কথা বলে এই বিল আনার পিছনে রাজনৈতিক উদ্দেশ্যে রয়েছে | বিল সংশোধনীর মাধ্যমে কেন্দ্রের তরফ থেকে খোলা বাজারের নীতি মেনে বেসরকারি ক্ষেত্রকে চরম মুনাফা করার সুযোগ করে দেওয়া হচ্ছে, দাবি করেছেন মমতা | সেই ঘটনাকেই এবার কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী | এদিন তিনি টুইট করে মুখ্যমন্ত্রীর বিদ্যুৎ সংশোধনী বিল নিয়ে আপত্তি তোলার বিষয়টিতে কটাক্ষ হেনেছেন |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *