Breaking News

উত্তর দিনাজপুরের মাকড়হাট সীমান্তে টহলদারির সময় বিএসএফ-এর হাতে গ্রেফতার বাংলাদেশি পাচারকারী!তদন্তে পুলিশ

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুর :- উত্তর দিনাজপুুরের হেমতাবাদ থানা এলাকার মাকড়হাট সীমান্ত থেকে রবিবার এক বাংলাদেশিকে আটক করে বিএসএফ| ধৃতকে হেমতাবাদ থানার হাতে তুলে দিয়েছে তারা | ধৃতের নাম হাকিম | ধৃত বাংলাদেশীকে আজ রায়গঞ্জ আদালতে পেশ করে হেমতাবাদ থানার পুলিশ | জানা গেছে, রবিবার মাকড়হাট সীমান্ত এলাকায় টহলদারির সময় বিএসএফ জওয়ানরা দেখতে পান | পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার হেমতাবাদ থানার মাকড়হাট সীমান্তে কাটাতাঁরের বেড়ার ওপারে কফ সিরাপ নামে পাচারের চেষ্টা করছিল কয়েকজন যুবক | বিএসএফ তাদের তাড়া করলে ভারতীয় পাচারকারীরা পালায় | ধরা পড়ে বাংলাদেশি পাচারকারী হাকিম। | তাঁর কাছে উদ্ধার হওয়া ব্যাগটি থেকে ১০০ বোতল কাশির ওষুধ উদ্ধার হয়েছে | ধৃতকে পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ | এদিন তাঁকে রায়গঞ্জ আদালতে পেশ করা হয়েছে |গত কয়েক বছর ধরে উত্তরবঙ্গের সীমান্ত দিয়ে ফেনসিডিল পাচারের প্রবণতা বেড়েছে | ভারত থেকে কাশির ওষুধ বাংলাদেশে পাচারে জড়িত হয়ে পড়ছেন সীমান্তবর্তী গ্রামের যুবকরা | ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *