Breaking News

সরকারের কাছে কেন নেই স্কুল সংক্রান্ত তথ্য ও পরিসংখ্যান?এই প্রশ্ন তুলে রাজ্যকে তীব্র ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট!

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- সরকারের কাছে কেন নেই স্কুল সংক্রান্ত তথ্য ও পরিসংখ্যান? এই প্রশ্ন তুলে রাজ্যকে তীব্র ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট | অবিলম্বে রাজ্যকে স্কুল সম্পর্কিত বিস্তারিত তথ্য জমা দিতে বলেছে প্রধান বিচারপতি রাজেশ বিন্দোলের ডিভিশন বেঞ্চ |রাজ্যে স্কুলছুটের সংখ্যা কত? এক একটি স্কুলে পড়ুয়া পিছু কতজন শিক্ষক আছে? রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের | একটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে রিপোর্ট তলব করা হয় | আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে | শুভ্রপ্রকাশ লাহিড়ী নামে এই আইনজীবীর দায়ের করা মামলায় আদালত রাজ্যের কাছে সরকারি স্কুলের বিস্তারিত পরিসংখ্যান চায়| কোথায় কত স্কুল রয়েছে | কোন স্কুলে কত ছাত্র ও কত শিক্ষক | যাবতীয় তথ্য জমা দিতে বলে আদালত | কিন্তু রাজ্যের তরফে জানানো হয় এই তথ্য দিতে সময় লাগবে | এর পরই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের ভর্ৎসনার মুখে পড়ে রাজ্য| সরকারি আইনজীবীকে বিচারপতিরা প্রশ্ন করেন?এইসব তথ্য দিতে তো এক দিন সময়ই যথেষ্ট | আপনারা কি কোনও তথ্য ছাড়াই স্কুলগুলিকে চালাচ্ছেন?’ তবে আবেদন মঞ্জুর করে তথ্য দেওয়ার জন্য রাজ্যকে ১ মাস সময় দিয়েছেন বিচারপতিরা | আইনজীবীর দায়ের করা এই মামলায় প্রশ্ন তোলা হয়েছে, রাজ্যে বহু জায়গায় স্কুলে শিক্ষক নেই | আবার অনেক জায়গায় বাড়তি শিক্ষক রয়েছে| যেখানে শিক্ষক নেই সেখানে স্কুলছুটের সংখ্যা বাড়ছে | কিন্তু সমস্যা সমাধানে কোনও পদক্ষেপ করছে না রাজ্য সরকার |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *