Breaking News

আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না,বিশ্ব আদিবাসী দিবসে ঝাড়গ্রামে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়!

দেবরীনা মণ্ডল সাহা :- বিশ্ব আদিবাসী দিবসে ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | এদিন সেখানে গিয়ে একাধিক অনুষ্ঠান ও কর্মসূচীতে যোগ দেন মুখ্যমন্ত্রী | এদিন তিনি জানিয়েছেন, ‘ভারতের স্বাধীনতা যুদ্ধে আদিবাসী ভাই-বোনদের অবদান ভোলার নয় | তাঁদের প্রণাম জানাই | ঝাড়গ্রামের ৯৫ শতাংশ মানুষকে সুবিধা দিয়েছে আমাদের সরকার | রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা ঝাড়গ্রামের মানুষ পেয়েছেন | এখানে বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হয়েছে | সুপার স্পেশ্যালিটি হাসপাতাল গড়ে তোলা হয়েছে | মাওবাদী হামলায় মৃতদের পরিবারকে চাকরি দিয়েছি | আদিবাসীদের সংস্কৃতি রক্ষা করার দায়িত্ব আমাদের|’ বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে ঝাড়গ্রাম স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী | মঞ্চে না উঠে, প্রথমে আদিবাসী নৃত্যের তালে মেতে ওঠেন মমতা বন্দোপাধ্যায় |মুখ্যমন্ত্রীকে ঐতিহ্যবাহী ‘পাঞ্চি’ শাড়ি দিয়ে স্বাগত জানায় আদিবাসী সমাজ |এদিন তিনি আরও জানিয়েছেন, ‘আদিবাসীদের জন্য ২০১৩ সাল থেকে আলাদা বিভাগ করা হয়েছে | তাঁদের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না | আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না | বছরে দু’বার দুয়ারে সরকার প্রকল্প হবে | দু’এক মাসের মধ্যে দুয়ারে রেশন ও লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু হবে | আবেদন করলে এক মাসের মধ্যে তফসিলি শংসাপত্র দিয়ে দেওয়া হচ্ছে | সারণা ধর্ম, সারি ধর্মের জন্য কেন্দ্রকে চিঠি দিয়েছি |’ আদিবাসীদের উদ্দশ্যে মমতা বলেন, “আমরা ধর্মে-ধর্মে, মানুষে-মানুষে ভাগ করি না| সবাই আমরা একসঙ্গে কাজ করি | আপনারা ভাল থাকলে, আমি ভাল থাকবো| আপনাদের কখনও কিছু অসুবিধা হলে আমাকে বলবেন, আমি দেখে নেবো | কিন্তু আমাকে দয়া করে ভুল বুঝবেন না | আপনারা আমাদের অনেক আশীর্বাদ দিয়েছেন|” প্রসঙ্গটা, ২০১৯-এর লোকসভা ভোটে জঙ্গলমহলে জমি শক্ত করে বিজেপি | ঝাড়গ্রাম আসনে জয়ী হয়ে বিজেপি | দু’বছরের মধ্যে উলট পুরাণ হয় | একুশের বিধানসভা ভোটে জেলার চারটি বিধানসভা আসনেই জয় পায় ঘাসফুল শিবির | তৃতীয়বার ক্ষমতায় এসে সোমবার প্রথম ঝাড়গ্রামে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *