নিজস্ব সংবাদদাতা, কলকাতা :-দ্বিতীয় হুগলি সেতুর ফের পথ দুর্ঘটনা| বাইক আরোহীকে পিষে দিল বাস | ঘটনাস্থলেই মারা গেলেন তিনি| গুরুতর জখম আরও একজন | জানা গিয়েছে, হাওড়ার সাঁকরাইল থেকে নিউটাউনের দিকে আসছিল একটি যাত্রীবোঝাই বাস | দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজা পেরনোর পর দুর্ঘটনা ঘটে | সামনের একটি চলন্ত বাইককে সজোরে ধাক্কা দেয় বাসটি | দুর্ঘটনার কবলে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বাইক চালকের | আহত হয়েছেন বাইকেরই আরও এক আরোহী | পথচারীদের অভিযোগ, দুর্ঘটনাটি ঘটে যাওয়ার পর দীর্ঘ সময়ে মৃতদেহ সেতুর উপরেই পড়েছিল | অনেক পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে | জখম ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয় | প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অন্য একটি বাসের সঙ্গে রেষারেষি করছিলেন চালক | টোল প্লাজার পেরোনোর পর আর নিয়ন্ত্রণ রাখতে পারেননি |
বাইককে সজোরে ধাক্কা মারে নিউটাউনগামী বাসটি | চাকার পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান বাইকের চালক | গুরুতর জখম হন তাঁর সঙ্গীও | ঘটনাস্থলে পৌঁছয় হেস্টিংস ও মন্দিরতলা থানার পুলিশ | তারাই দেহ উদ্ধার করে | কীভাবে দুর্ঘটনা ঘটল, খতিয়ে দেখছে পুলিশ | বাসের চালককে জিজ্ঞাসাবাদ চলে | দিনের কর্মব্যস্ত সময়ে এই দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ বিদ্যাসাগর সেতুতে যানজট তৈরি হয় | পরে পুলিশের তৎপরতায় ট্রাফিক স্বাভাবিক হয় | ব্রিজের উপর গতি নিয়ন্ত্রণের জন্য কলকাতা ট্রাফিক পুলিশের তরফে একাধিকবার সতর্ক করা হলেও দুর্ঘটনা ঘটছেই | অনিয়ন্ত্রিত গতির কারণে একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে |