প্রসেনজিৎ ধর, কলকাতা :- অবশেষে অপসারণ করা হল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাসকে| তাঁর জায়গায় দায়িত্ব পাচ্ছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য এমনটাই সূত্রের খবর | ঘটনার সূত্রপাত উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশের দিন |সাংবাদিক বৈঠক করে উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা করার সময় মহুয়া দাস জানিয়েছিলেন, উচ্চমাধ্যমিকে সর্বাধিক ৪৯৯ নম্বর পেয়ে প্রথম হয়েছে মুসলিম কন্যা রুমানা সুলতানা | মেয়েটি যে ইসলাম ধর্মাবলম্বী, একথা বেশ কয়েকবার উচ্চারণ করেন মহুয়া | নয়া সভাপতি হচ্ছেন চিরঞ্জীব ভট্টাচার্য| একাধিক মহল সরব হয়ে দাবি করে, একজন কৃতীর পরিচয় তার মেধা | কিন্তু সেসব ছাপিয়ে মহুয়া যেভাবে মেয়েটির ধর্ম নিয়ে মাতামাতি করলেন, তা ভালো চোখে দেখেননি শাসক, বিরোধী কোন পক্ষই | যা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয় রাজ্য রাজনীতিতে | সোশ্যাল মিডিয়াতেও সরব হন অনেকেই | বিরোধীদের বক্তব্য ছিল, মেধার পরিবর্তে কেন ওই ছাত্রীর ধর্ম উল্লেথ করলেন সংসদ সভাপতি| অনেকেই তাঁর পদত্যাগ দাবি করতে থাকেন | পরে অবশ্য এই মন্তব্যের জন্য ক্ষমাও চেয়ে নেন মহুয়া দাস | তিনি বলেছিলেন, পরীক্ষার্থীর ধর্ম তুলে ধরা তাঁর উদ্দেশ্য ছিল না | আসলে রুমানার গৌরব সকলের সঙ্গে ভাগ করে নিতে আবেগের বশেই বলে ফেলেছিলাম | তাতেও ভিজল না চিড়ে| শেষ পর্যন্ত অপসারণ করা হল মহুয়া দাসকে|নবান্ন সূত্রে খবর , তাঁর জায়গায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সভাপতি হচ্ছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য | তিনি আগামী চার বছর এই দায়িত্ব সামলাবেন |