দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আগামী সোমবার থেকে আপ এবং ডাউনে রাত ৯টায় মিলবে শেষ মেট্রো |১৬ অগাস্ট থেকে করোনার বিধিনিষেধ আরও কিছুটা শিথিল করেছে রাজ্য সরকার | রাত ৯টার বদলে নাইট কার্ফু ঘোষণা করা হয়েছে রাত ১১টা থেকে| আর তারপরই রাতের পরিষেবার সময় বাড়াল কলকাতা মেট্রো | আটটার পরিবর্তে সোমবার থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টায় | দক্ষিণেশ্বর ও নিউ গড়িয়া, দু প্রান্ত থেকেই জারি থাকবে এই বিধি|মেট্রোর তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাতের পরিষেবার সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তারা | সোমবার থেকে রাত ৯টা পর্যন্ত দুদিক থেকেই মিলবে মেট্রো পরিষেবা |তবে উত্তর-দক্ষিণ মেট্রোর ক্ষেত্রেই শুধুমাত্র মিলবে এই সুবিধা| এদিকে, শুক্রবার থেকে ৮টি অতিরিক্ত মেট্রো চলছে |
পাশাপাশি সকাল ও বিকেলে অর্থাৎ অফিস টাইমে নিত্যযাত্রীদের সুবিধার জন্য দুই মেট্রোর মধ্যে ব্যবধান সাত মিনিট থেকে কমিয়ে পাঁচ মিনিট করা হয়েছে | তবে অতিমারী আবহে মেট্রো পরিষেবার সময় অপরিবর্তিতই রাখা হল | সোম থেকে শুক্র সকাল সাড়ে ৭টা থেকে চালু পরিষেবা | কবি সুভাষ অর্থাৎ নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া ফেরার শেষ মেট্রো ছাড়বে রাত ৮ টাতেই | তবে আগামী সোমবার থেকে বদলাচ্ছে মেট্রোর সময়সীমা | রাত আটটার পরিবর্তে এবার রাত নটায় মিলবে শেষ মেট্রো | আপাতত শনিবার জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরাই মেট্রো পরিষেবা পাবেন | ভিড় এড়াতে এখনও রবিবার মেট্রো পরিষেবা চালু করছে না কর্তৃপক্ষ | এখনই টোকেন পরিষেবাও চালু হচ্ছে না | রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা শুরু না হলেও শুরু হয়েছে মেট্রো পরিষেবা | লোকাল ট্রেন চালু হলে মেট্রোয় ভিড় সামলানো দায় হবে বলে মনে করছেন অনেকে |