Breaking News

জয়েন্টে ভালো র‌্যাঙ্ক করেও সিবিএসই দ্বাদশে প্রাপ্ত নম্বর শূন্য! হাইকোর্টের নির্দেশে পুনর্মূল্যায়নের নির্দেশ

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :-রাজ্য জয়েন্টে তার র‌্যাঙ্ক ১১৬০ | এদিকে দ্বাদশের সমস্ত বিষয়ে প্রাপ্ত নম্বর শূন্য | সিবিএসই বোর্ডের বোর্ডের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রায়গঞ্জের বাসিন্দা দেবজিৎ সাহা | হাইকোর্টের পর্যবেক্ষণ, ‘পরীক্ষায় সমস্ত বিষয়ে প্রাপ্ত নম্বর শূন্য,এমনটা কি সাধারণত হয়? নম্বর মূল্যায়ন পুনরায় খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে|’কাউন্সেলিংয়ে বসার সুযোগ দিতে হবে,একইসঙ্গে দ্রুততার সঙ্গে দ্বাদশ শ্রেণির পরীক্ষার প্রাপ্ত নম্বর পুনরায় মূল্যায়ন করতে হবে| কলকাতা হাইকোর্টের এমন রায়ে কিছুটা হাঁফ ছেড়ে বাঁচল আবেদনকারী দ্বাদশ শ্রেণি ফেল দেবজিৎ সাহা | মাধ্যমিকে আইসিএসই বোর্ড থেকে ৯৩.৪ শতাংশ নম্বর পেয়ে পাশ করেছিল দেবজিৎ | এরপর স্কুল ফাইনালে সিবিএসই বোর্ডের অধীনে রায়গঞ্জ বেথানি মিশন স্কুলে ভর্তি হয়েছিল সে | কিন্তু কিছুদিন পর থেকেই করোনা পরিস্থিতির জেরে পঠনপাঠন বন্ধ হয়ে যায় | এরপর গত এপ্রিলে যখন প্রাকটিক্যাল পরীক্ষা শুরু হয়, সেসময় দেবজিৎ বাদে তার পরিবারের সকলে কোভিড আক্রান্ত ছিলেন | যার জেরে দু’টি বিষয়ে প্রাকটিক্যাল পরীক্ষা দেওয়ার পর বাকি পরীক্ষাগুলি সে দিতে পারেনি | যদিও স্কুল কর্তৃপক্ষ পরে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেয় | সেইমতো অন্য তারিখে সে পরীক্ষায় বসে | অথচ মার্কশিটে ওই বিষয়গুলিতেই শূন্য পেয়েছে সে | সিবিএসই দ্বাদশের রেজাল্ট হাতে পাওয়ার পরেরদিনই ছিল রাজ্য জয়েন্টের ফলাফল তালিকা প্রকাশিত হয় | ভাল র‌্যাঙ্ক করেছে | তবে সমস্যা হল, কাউন্সেলিংয়ে বসার সুযোগ পাবে না | দেবজিতের বাবা দেবাশিসবাবু তড়িঘড়ি স্কুল ও সিবিএসই বোর্ডের সঙ্গে যোগাযোগ করেন | কিন্তু তাতেও লাভ কিছু হয়নি | এরপর বাধ্য হয়েই তিনি হাইকোর্টের দ্বারস্থ হন| বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে দেবজিতের আইনজীবী অঞ্জন ভট্টাচার্য বিষয়টি উত্থাপন করেন | সিবিএসই পক্ষের আইনজীবী ইউ এস মেনন জানান, স্কুলের তরফে প্র‌্যাকটিক্যাল পরীক্ষার নম্বর ভুল যাওয়ায় মূল্যায়নপত্র তৈরিতে এই বিপত্তি | এরমধ্যে দেবজিৎকে আগামী ১৬ তারিখ প্রথম কাউন্সেলিংয়ে বসার সুযোগও দেওয়া হবে বলে নির্দেশ দেন বিচারপতি | শীঘ্রই তাকে নতুন মূল্যায়নপত্র দেওয়া হবে|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *