Breaking News

স্বাধীনতা দিবসের ট্যাবলোয় এবার মমতার ‘লক্ষ্ণীর ভাণ্ডার’,কড়া কোভিড বিধি মেনে স্বাধীনতা দিবস পালন !

প্রসেনজিৎ ধর, কলকাতা :- রাত পোহালেই স্বাধীনতা দিবস | করোনা আবহে এবারও দর্শকশূন্য থাকছে রেড রোড | তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পতাকা উত্তোলন করবেন এবং কুচকাওয়াজে অভিবাদন গ্রহন করবেন | তবে এবার ট্যাবলো ফিরছে রেড রোডে| করোনা আবহে প্রজাতন্ত্র দিবসে কাটছাঁট করা হয়েছিল মূল অনুষ্ঠানে | এবার ৪০ মিনিটের ছিমছাম অনুষ্ঠান করার সিদ্ধান্ত হয়েছে | নবান্ন সূত্রে জানা গিয়েছে, এবারের স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে থাকছে রাজ্যের বেশ কয়েকটি বর্ণাঢ্য ট্যাবলো | যার মধ্যে নজর টানবে ‘লক্ষ্ণীর ভাণ্ডার’ | থাকবে ‘খেলা হবে’ ট্যাবলোও | এবারের কুচকাওয়াজে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের ট্যাবলো | যার মধ্যে থাকবে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া একাধিক প্রকল্পের ট্যাবলো | নবান্ন সূত্রে জানা যাচ্ছে, এবারের স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে মোট দশটি ট্যাবলো থাকবে | কলকাতা পুলিশ, কৃষকবন্ধু, স্বাস্থ্যসাথী, দুয়ারে রেশন, জলস্বপ্ন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কন্যাশ্রীর মতো ট্যাবলো থাকছে | কিন্তু মূল আকর্ষণ হতে চলেছে লক্ষ্ণীর ভাণ্ডার প্রকল্পের সুসজ্জিত ট্যাবলো | বিশেষ করে যে সমস্ত জনমোহিনী প্রকল্পের হাত ধরে ক্ষমতায় এসেছে তৃণমূল, সেগুলিই স্বাধীনতা দিবসের ট্যাবলোয় রাখা হচ্ছে | স্বাধীনতা দিবসে ট্যাবলো প্রদর্শন করবে রাজ্য পুলিশের বিভিন্ন বিভাগও | বাউল গানের থিমে ট্যাবলো প্রদর্শিত হবে তথ্য-সংস্কৃতি দফতর থেকে | বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতিও তুলে ধরা হবে তথ্য-সংস্কৃতি দপ্তরের ট্যাবলোর মাধ্যমে | রেড রোডে কোভিড বিধি মেনেই পালন করা হবে স্বাধীনতা দিবস |কলকাতা পুলিশ,রাজ্য পুলিশ, দমকল, ডিএমজি- সহ মাত্র ২০ টি ট্যাবলোর অনুমতি দেওয়া হয়েছে | অতিথি সংখ্যাও এক চতুর্থাংশ করা হয়েছে| ১০০ জনের বসার জায়গায় মাত্র ২৫জনের বসার ব্যবস্থা করা হচ্ছে| পাশাপাশি মুখ্যমন্ত্রীর বসার জায়গার ঠিক বিপরীতে ৬০/ ১০০ এলইডি জায়ান্ট স্ক্রিন লাগানোর কথা রয়েছে | গোটা রেড রোড চত্বরে ৫০০টি সিসিটিভি ক্যামেরা থাকবে | নিরাপত্তা নিশ্চিদ্র করতে তিনটি ওয়াচ টাওয়ার বসানো হয়েছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *