Breaking News

স্বাধীনতা দিবসে রেড রোডে ‘লক্ষীর ভাণ্ডার’ থেকে ‘দুয়ারে রেশন’-র ট্যাবলো!করোনা আবহে আধঘণ্টায় শেষ অনুষ্ঠান

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপনে রেড রোডে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | করোনা বিধিনিষেধ থাকায় দর্শক শূন্য মঞ্চে এদিন রেড রোডে স্বাধীনতা দিবস পালন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, কলকাতা পুলিশের সিপি, ডিজি সহ একাধিক সরকারি আধিকারিক| মাত্র আধঘণ্টাতেই শেষ হয় অনুষ্ঠান | তবে এদিন রেড রোডে একাধিক সরকারি প্রকল্প ও মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় ‘দুয়ারে সরকার’-এর ট্যাবলো দেখা যায় | কৃষকবন্ধু থেকে, দুয়ারে রেশন, খেলা হবে, লক্ষীর ভাণ্ডার, পাড়ায় পাড়ায় সমাধান-এর ট্যাবলো এদিন উপস্থিত ছিল রেড রোডের স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানে | মুখ্যমন্ত্রী এদিন ১০ জন পুলিশকর্তাকে মেডেল সম্মান জানিয়েছেন | আগামীকাল রয়েছে ‘খেলা হবে’ দিবস | রাজ্যের বিভিন্ন জেলায় ক্লাব কিংবা বিভিন্ন অনুষ্ঠান পালন হবে| রাজ্য সরকারের তরফে আগামীকাল বিভিন্ন জেলায় নানা খেলার কর্মসূচী রয়েছে | আর তাই সেই ট্যাবলো এদিন ছিল রেড রোডের ৭৫ তম স্বাধীনতা দিবস পালন অনুষ্ঠানে | এছাড়াও গুরুত্বপূর্ণ রূপে ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়ের মস্তিস্কপ্রসূত প্রকল্প ‘লক্ষীর ভাণ্ডার’ |
যার ফর্ম ফিলআপ আগামীকাল থেকেই শুরু হবে বলে জানানো হয়েছে| এই প্রকল্পের আওতায় তফশিলি জাতি ও উপজাতিদের জন্য ১০০০ টাকা মাসিক হাতখরচ ও জেনারেল ক্যাটাগরির মহিলাদের জন্য ৫০০ টাকা মাসিক হাতখরচ দিচ্ছে রাজ্য সরকার | এর আগে এদিন সকালে এক ফেসবুক পোস্টে স্বাধীন দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী লিখেছিলেন, ‘ভারতবর্ষের ৭৫ তম স্বাধীনতা দিবসে দেশমাতৃকাকে আমার প্রণাম জানাই | আজকের এই শুভ দিনে আমার রচনা ও ভাবনায় একটি গান রইল সবার জন্য | গানটিতে কণ্ঠ দিয়েছেন ইন্দ্রনীল সেন, মনোময় ভট্টাচার্য, তৃষা পাড়ুই ও দেবজ্যোতি বোস | দেশবাসীকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন| ঐক্য, সম্প্রীতি ও সর্বধর্ম সমন্বয়ের পরম্পরা এই দেশের গৌরব বৃদ্ধি করেছে | নাগরিক হিসেবে সেই ঐতিহ্য অটুট রাখাই হোক আমাদের আজকের শপথ |’ পাশাপাশি দেশপ্রেম নিয়ে গান লিখে নিজের ফেসবুক পেজে গানের লিংক শেয়ার করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | গানটির প্রথম চার লাইন – ‘‌এই ধরণীর মাটির বাঁধন/ বাঁধুক জোরে মোদের/ সোনার চেয়েও যে খাঁটি/ দেশটা সবার নিজের|’‌এদিনের রেড রোদের মঞ্চে অনাড়ম্বর ভাবেই স্বাধীনতা দিবস পালন হয়েছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *