নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি :- স্বাধীনতা দিবসে কী নাশকতার ছক হয়েছিল উত্তরবঙ্গে? রবিবার সাত সকালেই একটি গোলাকার বস্তু নিউ জলপাইগুড়ি স্টেশন লাগোয়া এলাকায় পড়ে থাকতে দেখেন এলাকাবাসী | সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়ায় এলাকায় | খবর পেয়েই সেখানে ছুটে যায় রেল পুলিশ এবং আরপিএফ জওয়ানরা | ওই এলাকা ঘিরে ফেলে বস্তুটি বালির বস্তা দিয়ে ঘিরে ফেলেন পুলিশকর্মীরা | খবর দেওয়া হয় বোম্ব স্কোয়াডে | জানা গিয়েছে, স্বাধীনতা দিবসের সকালে আচমকাই নিউ জলপাইগুড়ি স্টেশনে একটি গোলাকার বস্তু পড়ে থাকতে দেখেন অনেকেই | তারপরেই বোমাতঙ্ক গ্রাস করে সকলকে |রেল পুলিশের নজরে আনা হয় গোটা বিষয়টি | এরপরেই পুলিশকে খবর দেওয়া হয় | বস্তুটি বোমা নাকি অন্যকিছু তা পরীক্ষা-নিরীক্ষার আগে নিশ্চিতভাবে বলা যাবে না, বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ | করোনা পরিস্থিতিতে শুধুমাত্র স্টাফ স্পেশাল ট্রেন চলছে| তবে আজ সব অফিসই ছুটি থাকায় স্টেশন চত্বর প্রায় ফাঁকাই ছিল| আর এই পরিস্থিতিতে কে বা কারা এই জিনিসটি ফেলে গেল তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে | স্বাধীনতা দিবসের দিনে নিউ জলপাইগুড়ি স্টেশনে নাশকতার ছক কষেছিল নাকি সেটিই জানার চেষ্টা করছে পুলিশ | তবে এখনও পর্যন্ত রহস্যজনক কিছু পাওয়া যায়নি বলে খবর | তবে গোটা স্টেশনে এই মুহূর্তে চিরুনি তল্লাশি চালানো হয় | সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে|