নিজস্ব সংবাদদাতা, মালদহ :- সরকারি বোর্ড লাগানো গাড়ির সঙ্গে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ | ঘটনাস্থলে মৃত্যু চারজনের | মৃতদের পরিচয় এখনও জানা যায়নি বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে | ঘটনাটি ঘটেছে গাজোলের মশালদিঘী এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে | পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ ছুটির দিনে রায়গঞ্জ থেকে সরকারি গাড়িতে করে মালদার দিকে ফিরছিলেন একটি পরিবার | ওই গাড়ীর মধ্যে ছিলেন চার সদস্য | জাতীয় সড়ক কর্তৃপক্ষ ৩৪ নম্বর জাতীয় সড়কের দুটি রাস্তা| শিলিগুড়ি থেকে মালদহগামী রাস্তাটি বন্ধ থাকে | যার ফলে ওই সরকারি গাড়িটি রং রুটে ঢুকে যায় | সেই সময় উল্টো দিক থেকে আসা একটি ডাম্পারের সঙ্গে সরকারি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় | ঘটনাস্থলে চালকসহ ৩ জনের মৃত্যু হয় | একজন মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় | খবর পেয়েই ঘটনাস্থলে গাজোল থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় |
ঘটনার জেরে ৩৪ নম্বর জাতীয় সড়ক বেশ কিছুক্ষণের জন্য বন্ধ থাকে | ডাম্পারের সঙ্গে মুখোমুখি ধাক্কা এড়াতে শেষ মুহূর্তে স্টিয়ারিং ঘুরিয়েও রক্ষা পাওয়া যায়নি | ডাম্পারের নীচে ঢুকে গিয়েছে বোলেরো গাড়িটি | চিঁড়ে চ্যাপ্টা গাড়িটি থেকে একটি দেহ বের করতে যথেষ্ট বেগ পেতে হয় | শেষমেষ গাড়ির ছাদ কেটে দেহটি বের করা হয়| মৃতদের মধ্যে এক মহিলা ও শিশু রয়েছে | তারা কোনও সরকারি আধিকারিকের পরিবার কি না, তা জানার চেষ্টা করছে পুলিশ | গাজোল থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ‘যদিও এখনও পর্যন্ত মৃতদের নাম-পরিচয় জানা যায়নি | নাম পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে | মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পাঠানো হয়েছে | জাতীয় সড়ক থেকে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করা হয়েছে |’ ঘটনার তদন্তে নেমেছে গাজোল থানার পুলিশ |