প্রসেনজিৎ ধর, কলকাতা :- স্বাধীনতা দিবসের দিন বিপত্তি | জাতীয় পতাকা তোলা হল উল্টো করে, যা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে | রাজ্য সিপিএম নেতৃত্ব এবছর সাধীনতা দিবসের দিন দলের সদর দফতরে জাতীয় পতাকা তোলার সিদ্ধান্ত নেয়| কেন্দ্রীয় কমিটির কাছে তারা প্রস্তাবও পেশ করে | কেন্দ্রীয় কমিটি প্রস্তাবে সম্মতি দেয় | রবিবার সকালে দলের সদর দফতরে পৌঁছে যান বিমান বসু, মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তীরা | জাতীয় পতাকা উত্তোলন করেন বিমান বসু | আর তখনই ঘটে বিপত্তি | বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু আলিমুদ্দিনে পতাকা তুলতে গিয়ে লক্ষ্য করেন উলটো উঠছে| তখনই ছুটে আসেন পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম | বিপত্তি দেখে মাঝপথেই নামিয়ে ফেলতে হয় পতাকা| তারপর ঠিক করে ফের তা উত্তোলন করেন বামফ্রন্ট চেয়ারম্যান| সেই সময়েই এমন বিপত্তি হওয়ায় বেজায় অস্বস্তিতে পড়েন সিপিএমের রাজ্য নেতারা |
এক সিপিএম নেতা বলেন, ‘‘যাঁরা পতাকা উত্তোলন কর্মসূচির প্রস্তুতির দায়িত্বে ছিলেন, তাঁদের ভুলেই হয়তো এমনটা হয়েছে| কিন্তু উল্টো জাতীয় পতাকা তোলা হয়নি | আমরা জাতীয় পতাকার মর্যাদা জানি |’’ দীর্ঘকালের ট্র্যাডিশন বদলে ৭৫ তম স্বাধীনতা দিবসে আলিমুদ্দিনে জাতীয় পতাকা উত্তোলন করার সিদ্ধান্ত নিয়েছিল সিপিএম | তবে শুধু আলিমুদ্দিনে নয়, স্বাধীনতা দিবসে সারা দেশের সমস্ত পার্টি দফতরেই পতাকা উত্তোলনের সিদ্ধান্ত নেওয়া হয়| এক বছর ধরে চলবে কর্মসূচী |ধর্মনিরপেক্ষ গণতন্ত্র,সাম্প্রদায়িকতার বিপদ, দেশের স্বাধীনতায় কমিউনিস্টদের ভূমিকা নিয়ে বর্ষব্যাপী চলবে প্রচার|