Breaking News

অফিসযাত্রীর ব্যাগে ৬৮ লক্ষ টাকার সোনার বিস্কুট! পার্ক স্ট্রিটে গ্রেফতার অভিযুক্ত

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- পার্কস্ট্রিটে সোনার বিস্কুট-সহ গ্রেফতার ১ | ১২টি সোনার বিস্কুট সহ গ্রেফতার হাফিজুল শেখ | হাফিজুলকে গ্রেফতার করেছে এসটিএফ | বাজেয়াপ্ত সোনার বিস্কুটের বাজার মূল্য আনুমানিক ৬৮ লক্ষ টাকা | গোপন সূত্রে খবর পেয়ে আগে থেকেই পার্কস্ট্রিটে মোতায়েন ছিলেন লালবাজারের এসটিএফ বাহিনীর গোয়েন্দারা | নজর রাখা হচ্ছিল সন্দেহভাজন এক ব্যক্তির ওপর | পার্কস্ট্রিটে হাফিজুল শেখ নামে ওই ব্যক্তি পৌঁছাতেই ঘিরে ধরেন গোয়েন্দারা | শুরু হয় জেরা, ব্যাগে কি আছে জিজ্ঞেস করতে দিতে পারেননি কোনও সদুত্তর | এরপরেই ব্যাগে তল্লাশি করে এসটিএফ গোয়েন্দারা | আর তারপরই চক্ষু চড়কগাছ | ব্যাগের ভিতর লুকোনো ১২টি সোনার বিস্কুট, লালবাজার সূত্রে জানানো হয়েছে এর বর্তমান বাজার দর আনুমানিক ৬৮ লক্ষ টাকা | গ্রেফতার করা হয়েছে হাফিজুল শেখকে | জানা যাচ্ছে, পুরোদস্তুর অফিসযাত্রী সেজে পার্কস্ট্রিট চত্বরে সোনা পাচার করতে এসেছিল সে | সাধারণ মানুষের ভিড়ে মিশে পাচারের কাজ করার ফন্দি এঁটেছিল ওই ব্যক্তি | শনিবার সন্ধ্যায় অফিসযাত্রীদের সঙ্গেই হেঁটে যাচ্ছিল হাফিজুল | আগে থাকতে খবর ছিল এসটিএফ-এর কাছে | সেই মতো ওত পেতে ছিলেন গোয়েন্দারা | লালবাজার সূত্রে খবর, ধৃতকে জেরা করে গোয়েন্দারা জানার চেষ্টা করছে ওই সোনা কোথায় পাচার করা হচ্ছিল | পাশাপাশি ওই ব্যক্তি কোনও পাতার চক্রের সঙ্গে যুক্ত ছিল কিনা সেটাও জানার চেষ্টা করছে গোয়েন্দারা | আর কারা হাফিজুলের সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে এসটিএফ | হাফিজুলকে জেরা করে সমস্ত তথ্য পাওয়া যাবে বলেই মনে করছেন তদন্তকারীরা| প্রসঙ্গত, দিনকয়েক আগে ভারত-বাংলাদেশ সীমান্ত এক সোনার বিস্কুট পাচারকারীকে গ্রেফতার করে বিএসএফ | গোপাল সরকার নামে ওই ব্যক্তির কাছ থেকে এক কেজি সাতশো গ্রাম ওজনের ১১টি সোনার বিস্কুট উদ্ধার হয় |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *