Breaking News

দলে কাজ করে প্রশংসা কুড়ালেন শুভেন্দু, মোদী জানালেন “তুম আচ্ছা কাম কর রহে হো। হমে সব খবর হ্যায়”

প্রসেনজিৎ ধর :- দুদিন আগেই খবর মিলেছিল,নেতাজির জন্মদিনে এবার কলকাতায় আসবেন নরেন্দ্র মোদী। সেইকথা মত আজ জাকজমক আড়ম্বরও করা হয়েছিল কলকাতার তরফে। আজ প্রধানমন্ত্রী যখন ভিক্টোরিয়া মেমোরিয়ালের অনুষ্ঠানে পৌঁছন, তখন তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, মুকুল রায় এবং শুভেন্দু অধিকারী। কিন্তু দলে আসা সদ্য শুভেন্দুকে দেখে মোদী সটান দাঁড়িয়ে যান, অন্যদিকে শুভেন্দুও হাতজোড় করে নমস্কার করেই সামনে ঝুঁকে মোদীর হাঁটু ছুঁয়ে প্রণাম করেন। প্রধানমন্ত্রী শুভেন্দুকে বলেন,”শুভেন্দু-উ-উ-উ…। তুম আচ্ছা কাম কর রহে হো। হমে সব খবর হ্যায়।”

এরপরের সাক্ষাত হয়েছে চায়ের টেবিলে সেখানেও আবার মোদীর সাথে শুভেন্দুর দেখা হওয়ায় শুভেন্দুও একপ্রকার ছোট্ট আলাপ সেরে নেন। বেশ কয়েক মাস ধরেই জল্পনা চলছিল শুভেন্দু অধিকারীকে ঘিরে। দল সূত্রে খবর আসে দলের সাথে তাঁর মতবিরোধ হচ্ছিল। কিন্তু সব জল্পনার অবসান করে অবশেষে গত মাসেই বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। এমনকি নতুন দলে যোগ দেওয়ার সাথে সাথেই ইতিমধ্যেই আসন্ন ভোটে সক্রিয় ভূমিকা নিয়েছেন শুভেন্দু। আর নতুন দলে যোগ দিয়ে আজ প্রথমবার মোদীর সাথে দেখা করলেন শুভেন্দু অধিকারী।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *