Breaking News

মাওবাদী পোস্টারে ছয়লাপ পুরুলিয়া, তীব্র আতঙ্কে স্থানীয়রা!তদন্তে পুলিশ

নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া :- ফের মাওবাদী পোস্টার পড়ল পুরুলিয়ায় |মঙ্গলবার সকালে পুরুলিয়ার বেড়াদা এলাকা থেকে উদ্ধার হয়েছে একাধিক পোস্টার | তাতে তৃণমূল করলে হাত কেটে নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে| এই ঘটনায় স্বাভাবিকভাবেই তীব্র আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে | প্রশাসনিক আধিকারিকরা এসে পোস্টার সরিয়ে দেন | শুরু হয়েছে তদন্ত | জানা গেছে, এদিন সকালে ঝাড়খন্ড লাগোয়া বেরাদা গ্রাম পঞ্চায়েতের কুকুচারি মোড়, নিশ্চিন্ত পূর, পড়শা গ্রাম, বরাবাজার গ্রাম পঞ্চায়েতের জল ট্যাংকি মোড়, রজদহ গ্রামে এই পোস্টারগুলি বিভিন্ন দেওয়ালে লাগানো অবস্থায় দেখতে পান গ্রামবাসীরা | শাসক দলের নেতাদের হুমকি এবং টাকা নিয়ে জঙ্গলে দেখা করার বার্তা দিয়ে পোস্টার লাগানো হয়েছে | তবে এগুলির সঙ্গে মাওবাদী যোগ রয়েছে কিনা তা ক্ষতিয়ে দেখছে পুরুলিয়া জেলা পলিশ | মঙ্গলবার সকালেই পোষ্টারগুলি খুলে ফেলে স্থানীয় সিভিক পুলিশেরা |
এদিন উদ্ধার হওয়া পোস্টারগুলিতে মূলত তৃণমূলকে আক্রমণ করা হয়েছে। সাদা কাগজে লাল কালিতে লেখা পোস্টারগুলির কোনওটাতে লেখা, “খেলা হবে, খেলা হবে | এবার তো আমরা খেলব | গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে রাজ্যসভা পর্যন্ত | TMC -এর পতাকা যে ধরবে তার হাত দুটো কেটে বাদ দেওয়া হবে |” কোনওটায় লেখা, “কিষানজির মৃত্যুর বদলা চাই | বর্তমান সরকারের সরকারি কর্মচারীরা যে সব দুর্নীতি করে চলেছেন তাঁদের বলছি, তোমাদের সময় শেষ | বলহরি, হরিবল |” শুধু রাস্তাঘাট কিংবা দেওয়ালে নয়, হোটেলেও মিলেছে মাও পোস্টার | তাতেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে তৃণমূলকে। নিচে প্রেরকের স্থানে লেখা, ‘CPI মাওবাদী|’এ বিষয়ে পুরুলিয়ার পুলিশ সুপার এস. সেলভামুরুগন বলেন, “পোস্টার গুলি কাদের দেওয়া, তার খোঁজ চলছে |”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *