Breaking News

অনুব্রতর গড় বীরভূমের পাড়ুইয়ে ভারতী ঘোষের মিছিলে জনসমাগম

প্রসেনজিৎ ধর :- একুশের নির্বাচনের আগে উত্তেজনা ছড়াচ্ছে শাসক-বিরোধী দলগুলোর মধ্যে | কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ | আর সেই মত রাজ্যজুড়ে চলছে প্রচার,সভা | আর শনিবার বীরভূমে দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত-র গড়ে বীরভূমের পাড়ুই -এ হুডখোলা জিপে করে প্রচার সারলেন বিজেপি নেত্রী তথা প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ | শুধু তাই নয় এদিনের হুড খোলা জিপে করে মিছিলে পা মিলেছেন গ্রামের বৃদ্ধ থেকে বৃদ্ধা। বিজেপির কর্মী সমর্থকদের বাইক র‍্যালিরও ছিলো চোখে পড়ার মতো | আর প্রাক্তন পুলিশ কর্তাকে দেখতে এদিন হাজার হাজার মানুষের জনসমাগম ছিল লক্ষ্য করার মত |

দেখে যেন মনে হচ্ছিল ভারতী ঘোষকে অভর্থনা জানাতে দুধারে মানুষ সারি সারি ভাবে দাঁড়িয়ে আছে | বিজেপি সহ বিরোধীরা বলতেন যে বীরভূমে কেষ্টর ভয়ে সন্ত্রস্ত, ভোটের সময় বাড়ি থেকে বেরোতে ভয় পায় তারাই আজ মিছিলে পা মিলিয়েছেন। একাধিকবার খুনোখুনি, দাঙ্গাতে শিরোনামে এসেছে বীরভূম |

সেই বীরভূমেই যেন প্রাক্তন পুলিশ অফিসার কে দেখে মানুষ কিছুটা স্বস্তি পেল | তারা যেন ভয় ভেঙে বাইরে বেরোল | তবে কি বীরভূমে পরিবর্তনের পরিবর্তন হওয়ার আশায় আমজনতা? তাহলে কি কেষ্টর শাসন থেকে মুক্ত হতে চাইছে বিরোধীরা?সেই প্রশ্নের উত্তর খোঁজার জন্যে এখন অপেক্ষা করতে হবে একুশের নির্বাচন পর্যন্ত এমনটাই মনে করছে রাজনৈতিক মহল |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *