Breaking News

বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে নবান্নের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শিক্ষকদের!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে এবার মুখ্যমন্ত্রীর দরবারে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সদস্যরা| আজ নবান্নের সামনেই বিক্ষোভ দেখান মহিলা শিক্ষক-অশিক্ষক কর্মীরা | বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা | বিক্ষোভ বাড়তে থাকায় পুলিশ নবান্নের সামনে থেকে সরিয়ে নেয় | সেখানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধুন্ধুমার বাধে | টানা ৮ বছর ধরে SSK ও MSK-র শিক্ষকদের কোনও বেতন বাড়েনি | বহুদিন ধরে সেই বেতনবৃদ্ধির দাবিতে তাঁদের আন্দোলন| আন্দোলনকারীদের দাবি,প্রাথমিক ও উচ্চপ্রাথমিকের সমতুল বেতন চান তাঁরা | জাতীয় শিক্ষানীতিতে অন্তর্ভূক্তি, সমকাজে সম বেতন, শূণ্য পদে নিয়োগ সহ একাধিক দাবি রয়েছে তাঁদের | তাঁদের আরও দাবি, গত ৮ মাস ধরে বেতন বাড়ছে না| এবার সেই অভিযোগ তাঁরা সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কেই জানাবেন | এদিন পুলিশের সঙ্গে রীতিমত ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা|আন্দোলনকারীদের গ্রেফতার করে পুলিশ| পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন মহিলা আন্দোলনকারী বলেও জানা গিয়েছে |এরপর অবশ্য ছত্রভঙ্গ হয়ে পড়েন আন্দোলনকারীরা|এর আগে সল্টলেকের বিকাশ ভবনের সামনে আগেও বেশ কয়েকবার অবস্থান বিক্ষোভ করেছেন শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সদস্যরা | তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তাঁদের দাবিপূরণের আশ্বাসও দিয়েছিলেন বলে দাবি | কিন্তু তারপরও সুরাহা হয়নি বলে এদিন সরাসরি নবান্নের সামনে এসে নিজেদের প্রতিবাদ জানান SSK, MSK-র কয়েকশো শিক্ষক | এরপরও বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে গিয়েও বিক্ষোভ দেখান তাঁরা | সেখানেও সুরাহা না মেলায় গতকাল অর্থাৎ মঙ্গলবার শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের তরফে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ‘নিখোঁজ’ বলে পোস্টার দিয়ে থানায় মিসিং ডায়েরি দায়ের করা হয় |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *