Breaking News

সিএনজি-ডিজেল চালিত বাসের উদ্বোধনে স্টিয়ারিং ধরলেন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম !

প্রসেনজিৎ ধর, কলকাতা :- কিছুদিন আগেই রাজপথে সিএনজি বাস চালিয়ে নজর কেড়েছিলেন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম | আজ আবার সেই কাজ করলেন তিনি | আজ কসবার পরিবহণ দফতরে সিএনজি ও একাধিক ডিজেল চালিত বাসের উদ্বোধন করেন ফিরহাদ হাকিম | শুধুই উদ্বোধন নয়, নিজের হাতেই ফের স্টিয়ারিং ধরে বাস চালিয়ে দফতরের বাইরে নিয়ে এলেন ফিরহাদ হাকিম |আজকের উদ্বোধন হওয়া বাসটি কলকাতা থেকে আসানসোল রুটে গেল যেটি সিএনজি-ডিজেল চালিত | ফিরহাদ হাকিম বলেন যেভাবে পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে পরিবহন দফতর চেষ্টা চালাচ্ছে কিভাবে বিকল্প ব্যবস্থায় যাত্রীদের পরিষেবা দেওয়া যায় | যাত্রীদের উপর যাতে বোঝা না চাপাতে হয় তার জন্য পরীক্ষা করেই যাচ্ছি | বেশি দূরত্বে যাওয়া যাত্রীবাহী বাসের জন্য সিএনজি ও ডিজেলে সমন্বয় রেখে একটি বাস করা হয়েছে | কলকাতা থেকে আসানসোল পর্যন্ত যাবে এই বাসটি | মোদি সরকারকে নিশানা নিয়ে ফিরহাদ হাকিম বলেন মোদি সরকার যতই তেলের দাম বাড়ায় আমাদের পরীক্ষা যদি সফল হয় পশ্চিমবঙ্গে পরিবহন সমস্যা করতে দেবো না | তিনি বলেন এই বাস চলার সময় কোনোভাবেই সমস্যার মধ্যে যাতে পড়তে না হয় সেটাও দেখা হচ্ছে |তবে তিনি এদিন স্পষ্ট জানিয়েছেন জ্বালানির কথা মাথায় রেখে ও দূষণ কমাতে শহরের রাস্তায় কিংবা জেলায় নামবে সিএনজি বাস | জ্বালানির খরচ কমাতে ডুয়েল ফুয়েল বাস চালানোর ভাবনা দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিয়েছে | ডিজেল কিছুটা সিএনজি এই দুইয়ের সংমিশ্রণে চলবে বাস এমনটা জানানো হয়েছে | এর ফলে একদিকে যেমন খরচ কমবে অপরদিকে পরিবেশ দূষণও কমবে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *