দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- এবার রবিবারেও মিলবে মেট্রো পরিষেবা | আগামী ২৯ আগস্ট থেকে পরিষেবা শুরু হবে | তবে সাধারণ যাত্রীরা নন, আপাতত জরুরি পরিষেবার সঙ্গে যুক্তরাই ছুটির দিনে মেট্রোয় চড়ার সুযোগ পাবেন | এদিকে, শনিবারও বাড়ছে মেট্রোর সংখ্যা | ওইদিনও কেবলমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্তরাই মেট্রোয় চড়তে পারেন | মেট্রোর তরফে এ দিন বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ২৯ অগাস্ট রবিবার থেকে এই পরিষেবা শুরু হচ্ছে| রবিবার সকাল ১০টা থেকে মিলবে মেট্রো | আপ এবং ডাউন মিলিয়ে মোট ১১২টি ট্রেন চালানো হবে | সকাল এবং সন্ধ্যায় সবথেকে কম দশ মিনিট অন্তর মিলবে মেট্রো | কবি সুভাষ এবং দমদম থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টায় | দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৮.৪৮ মিনিটে | পাশাপাশি শনিবারও বাড়ছে মেট্রো পরিষেবা |১৭২টি স্পেশাল মেট্রো চলবে ওইদিন| পাওয়া যাবে আট মিনিটের ব্যবধানে | তবে ওই দু’দিনই সাধারণ যাত্রীরা মেট্রোয় চড়তে পারবেন না | আপাতত শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্তরাই মেট্রো পরিষেবা পাবেন | রাজ্য সরকারের অনুমতি পেয়ে পরিষেবা শুরু হওয়ার পর থেকেই ধাপে ধাপে ট্রেনের সংখ্যা বৃদ্ধি করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ | রাজ্যে নাইট কারফিউয়ের সময় রাত ১১টা থেকে শুরুর ঘোষণা হওয়ার পর মেট্রোর পরিষেবাও এক ঘণ্টা বাড়ানো হয়েছে | এখন কবি সুভাষ এবং দমদম থেকে শেষ ট্রেন ছাড়ছে রাত ৯টায়৷তবে এখনই টোকেন পরিষেবা চালু হচ্ছে না | অর্থাৎ স্মার্ট কার্ড ব্যবহার করে মেট্রোয় চড়তে হবে যাত্রীদের | কবে থেকে সাধারণ মানুষ শনি এবং রবিবার মেট্রো পরিষেবা পাবেন, সে বিষয়ে এখনও কিছুই জানা যায়নি |