নিজস্ব সংবাদদাতা :-একুশের নির্বাচন আর কয়েকমাস, তার আছে নেতাজীর জন্মদিবস উপলক্ষে সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়েও বক্তব্য রাখতে পারলেন না মমতা।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খ্যাপানোর জন্যই ভিক্টরিয়ায় উপস্থিত কিছু মানুষ মজা করে জয় শ্রী রাম স্লোগান দিয়েছেন। জয় শ্রী রাম স্লোগান দেওয়া মানুষ গুলোর পাশে দাড়িয়ে বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি নেতা তথাগত রায়। সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে জয় শ্রীরাম স্লোগানের পর রাজের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদে সরব হলেন তাকেও কটাক্ষ করতে ছাড়েন নি তথাগত রায়।
তিনি আরো বলেন এর আগেও এই স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বেজায় চটে গিয়েছিলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা। তাই এই জয় শ্রীরাম স্লোগান দেওয়া কোনও অন্যায়ের কিছু নয় বলে মত বিজেপি নেতা ও প্রাক্তণ রাজ্যপাল তথাগত রায়ের। কিন্তু এখানেই প্রশ্ন প্রাক্তণ একজন রাজ্যপাল তথাগত রায় যে ‘মজা’ করা এবং মুখ্যমন্ত্রীকে ‘খ্যাপানো’র কথা বলছেন তা এই সরকারি অনুষ্ঠানের ক্ষেত্রে না হলেও ভালো হতো মত রাজনৈতিক মহলের।রাজনৈতিক মহলের একাংশের মত , যেখানে একই মঞ্চে প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন সম্মানীয় মানুষজন উপস্থিত রয়েছেন সেই সরকারি অনুষ্ঠানে দর্শকাসন থেকে একদিকে যেমন এই ধরনের স্লোগান একেবারেই বেমানান। ঠিক তেমনি তথাগতবাবু যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মজা ও তাঁকে খ্যাপানোর জন্য জয় শ্রীরাম স্লোগান দেওয়াকে সমর্থন করলেন তারও বিরোধিতা করে রাজনৈতিক মহলের একাংশের কথায়, সব কথা সব জায়গায় মানায় না।যদিও বিজেপি নেতা কর্মীদের দাবি জয় শ্রী রাম কোনো রাজনৈতিক স্লোগান নয় তাহলে মুখ্যমন্ত্রী রেগে যান কেন,আর এটাই প্রথম না মুখ্যমন্ত্রী জয় শ্রী রাম শুনলে এর আগেও ক্ষেপে গেছেন