নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর :- পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার শরশংকা এলাকায় এক বিজেপি কর্মীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য | শনিবার সকালে স্থানীয় একটি মাঠে দেহটি পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা | পরিবারের দাবি, গতকাল রাত থেকেই নিখোঁজ ছিলেন শ্রীকান্ত পাত্র (৫৯) নামে ওই বিজেপি কর্মী | পরিবারের দাবি, তাঁকে খুন করা হয়েছে | দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় দাঁতন থানার পুলিশ | শুক্রবার রাত থেকেই নিখোঁজ ছিলেন বিজেপি কর্মী শ্রীকান্ত পাত্র | পরিবারের দাবি, গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি | এরপর রাতে বাড়ি না ফেরায় খোঁজখবর শুরু হয় | তাঁর মোবাইল ফোনেও পাওয়া যায়নি ফোন করে | রাতভর খুঁজে না পেলেও শনিবার সকালে বাড়ির অদূরেই একটি মাঠে মৃত অবস্থায় উদ্ধার হয় শ্রীকান্তবাবুর নিথর দেহ| খবর পেয়ে পরিজনরা ছুটে যান এবং দেহ শনাক্ত করেন | স্থানীয় বিজেপি নেতৃত্ব ও পরিবারের দাবি, খুন করা হয়েছে শ্রীকান্ত পাত্রকে | অভিযোগের তির তৃণমূলের দিকেই | বিজেপির এক স্থানীয় নেতার দাবি, শুধুমাত্র বিজেপি করে বলেই এমন পরিণতি হয়েছে শ্রীকান্তের | তাঁকে তৃণমূলকর্মীরা পিটিয়ে মেরে ফেলেছে বলে অভিযোগ বিজেপির | অন্যদিকে, তৃণমূলের ব্লক সভাপতি বলেন, ‘এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগাযোগ নেই | পারিবারিক সমস্যার জেরেই আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি’ | একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে |