Breaking News

ভোট পরবর্তী হিংসার ঘটনার তদন্তে আরও তৎপর সিবিআই,রাজ্যকে চারটি জোনে ভাগ করে তদন্ত চালানোর পরিকল্পনা!

প্রসেনজিৎ ধর :- ভোট পরবর্তী হিংসার অভিযোগের তদন্তভার এখন সিবিআইয়ের হাতে | কলকাতা হাইকোর্ট খুন, ধর্ষণ, গণধর্ষণের মতো ঘটনার তদন্তভার দিয়েছে সিবিআইকে| তারপর থেকেই তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা | সূত্রের খবর, রাজ্যকে চারটি জোনে ভাগ করে তদন্ত চালানোর পরিকল্পনা | প্রতিটি জোনের দায়িত্বে থাকবেন একজন করে জয়েন্ট ডিরেক্টর পদমর্যাদার অফিসার | সূত্রের খবর, পূর্ব-পশ্চিম-উত্তর-দক্ষিণ এই চার ভাগে রাজ্যকে ভাগ করবে সিবিআই | এরপর যে সমস্ত জায়গা থেকে ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠেছে, তা ঘুরে দেখবে | কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের রিপোর্টকে এই তদন্তে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলেও সূত্রের দাবি | আক্রান্তদের সঙ্গে কথা বলবে | আগামী সোমবার বা মঙ্গলবারই রাজ্যে আসতে চলেছে সিবিআই | রাজ্য পুলিশের কাছ থেকে পাওয়া তথ্য সংগ্রহ করা হবে | ওই তথ্য অনুযায়ী এফআইআর দায়ের করা হবে | সূত্রের খবর, বাংলাকে চারটি জোন করে ভাগ করে শুরু হবে তদন্ত | কলকাতা, দক্ষিণবঙ্গ, পশ্চিমাঞ্চল ও উত্তরবঙ্গ এই চারটি জোনে ভাগ করা হবে | এদিকে, সিবিআইয়ের রিপোর্ট অনুযায়ী, বীরভূমে সবচেয়ে বেশি ভোট পরবর্তী হিংসা হয়েছে | এছাড়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব বর্ধমান ও পূর্ব মেদিনীপুরও অপেক্ষাকৃত বেশি ভোট পরবর্তী হিংসার শিকার |প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসা মামলায় বৃহস্পতিবারই রায়দান করে কলকাতা হাইকোর্ট | ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল, বিচারপতি হরিশ ট্যান্ডন, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়, বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি সুব্রত তালুকদারের বৃহত্তর বেঞ্চে এই রায়দান হয় |গত ১৯ অগস্টই কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় ভোট পরবর্তী হিংসার তদন্ত করবে সিবিআই | একইসঙ্গে গঠন করা হয় সিট | পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চের নির্দেশ, আদালতের নজরদারিতে খুন, ধর্ষণ, ধর্ষণের চেষ্টার অভিযোগের তদন্ত করবে সিবিআই | অন্যান্য অভিযোগের তদন্ত করবে সিট | সিটের তদন্তের নজরদারিতে থাকবেন সুপ্রিম কোর্টের এক অবসরপ্রাপ্ত বিচারপতি |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *