Breaking News

ক্রেতা সুরক্ষা দফতরের দায়িত্ব পেলেন সুব্রত মুখোপাধ্যায়,দফতর-বিহীন মন্ত্রী হলেন অসুস্থ সাধন পান্ডে!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- জল্পনা চলছিলই | সেটাই সত্যি হল |এবার থেকে পঞ্চায়েত দফতরের পাশাপাশি ক্রেতা সুরক্ষা দফতরও সামলাবেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় | আপাতত দফতরবিহীন মন্ত্রী হিসাবেই থাকছেন অসুস্থ সাধন পান্ডে | শুক্রবার সন্ধ্যায় রাজ্যপালের সিলমোহর-‌সহ নবান্নের স্বরাষ্ট্র দফতর থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে | সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে পঞ্চায়েত দফতরের পাশাপাশি ক্রেতা সুরক্ষা দফতরও সামলাবেন সুব্রত মুখোপাধ্যায় | দীর্ঘদিন ধরেই গুরুতর অসুস্থ মন্ত্রী তথা মানিকতলা কেন্দ্রের বিধায়ক সাধন পাণ্ডে | বর্ষীয়াণ এই নেতা গুরুতর অসুস্থ | আর তাই গুরুত্বপূর্ণ দফতরের কাজ থমকে রয়েছে| তাই সেই দফতরের রদবদল করলেন মুখ্যমন্ত্রী | এদিন সাধন পাণ্ডের ক্রেতা সুরক্ষা দফতরের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের হাতে|রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ দফতর হল ক্রেতা সুরক্ষা দফতর | সেই দফতরের মাধ্যমেই একাধিক কাজ হয় রাজ্যের বিভিন্ন প্রান্তে | রাজস্ব আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই দফতরের | কিন্তু গত জুলাই মাস থেকে সাধন পাণ্ডে আচমকা অসুস্থ হওয়ার পর কাজ আটকে রয়েছে দফতরের | বিভিন্ন জনমুখী প্রকল্পের কাজ রয়েছে ক্রেতা সুরক্ষা দফতরের অধীনে | কিন্তু সেই কাজ থমকে থাকায় প্রশাসনিক দিক দিয়ে নানান জটিলতার সৃষ্টি হয়েছিল | তাই একপ্রকার বাধ্য হয়েই এই দফতর রদবদল করে পঞ্চায়েতমন্ত্রী তথা বর্ষীয়াণ নেতার হাতেই দিলেন মুখ্যমন্ত্রী| প্রসঙ্গত, ২০ জুলাইয়ের রাতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন সাধনবাবু | সঙ্গে সঙ্গে তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে ভরতি করানো হয় | তারপর থেকে টানা ভেন্টিলেশনে ছিলেন তিনি| বেশ কয়েক দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর সম্প্রতি তাঁকে ভেন্টিলেশন থেকে বের করে আনা হয়|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *