দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কলকাতায় করোনার টিকাকরণ প্রক্রিয়া নিয়ে আবারও বেশ কিছু সিদ্ধান্ত বদল করল কলকাতা পুরসভা| আগামী সোমবার (২৩ অগস্ট) থেকে প্রতিদিনই টিকার প্রথম এবং দ্বিতীয় ডোজ দেওয়া হবে| সেজন্য সময় ভাগ করে দেওয়া হয়েছে | আজ শনিবার টক টু কেএমসি-তে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কলকাতা পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম জানান, ‘আমরা দু’দিন ঠিক করেছিলাম দ্বিতীয় ডোজের জন্য| চারদিন ঠিক করেছিলাম প্রথম ডোজের জন্য | অদ্ভুতভাবে একটা জিনিস দেখতে পাচ্ছি, দ্বিতীয় ডোজের দিন ফাঁকা থাকছে | প্রথম ডোজের দিন অস্বাভাবিক ভিড় হচ্ছে |’ সঙ্গে তিনি যোগ করেন, ‘এত ভিড় হচ্ছে যে সামলাতে পারছি না |’এমনিতে গত সপ্তাহে পুরনিগমের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল, প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার দেওয়া হবে টিকার প্রথম ডোজ | সোমবার, বুধবার ও শুক্রবার দ্বিতীয় দ্বিতীয় ডোজ দেওয়া হবে |
ভিড় এড়াতেই সেই নিয়ম চালু করেছিল কলকাতা পুরনিগম | তবে তাতে সাফল্য না পাওয়ায় আবারও নিয়ম পালটে দেওয়া হয়েছে | তিনি আরও জানান, ‘এখন প্রায় এক লক্ষ দ্বিতীয় ডোজের ভ্যাকসিন বাকি আছে | কিন্তু কোনো কারণে মানুষ আসছেন না | সেখানে দাঁড়িয়ে প্রথম ডোজ নেওয়ার ভিড় বেশি থাকছে তাই এই সিদ্ধান্ত বলেও জানান ফিরহাদ হাকিম | এছাড়াও তিনি জানান, কলকাতা কর্পোরেশন প্রতিদিন এক লক্ষ ভ্যাকসিন দিতে পারে,সেই পরিকাঠামো রয়েছে |