Breaking News

মোবাইল গেমে বুঁদ চার কিশোর,কানে পৌঁছল না ট্রেনের হুইসেল, ছিন্নভিন্ন দেহ!উত্তর দিনাজপুরের ঘটনা

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুর :- তীব্র গতিতে লাইন দিয়ে ছুটে আসছে ট্রেন | বাজানো হয়েছিল হুইসেলও। কিন্তু তা কানে পৌঁছয়নি | কারণ ওরা তখন ডুবে ছিল মোবাইল ফোনে | আর কানে হেডফোনের সঙ্গে চোখ ছিল মোবাইল স্ক্রিনে | তারই মাশুল দিতে হল নিজেদের জীবন দিয়ে | ট্রেনে কাটা পড়ে একসঙ্গে মৃত্যু হল চার কিশোরের | ছিন্নভিন্ন হয়ে গেল দেহ | মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়ার ধুমডাঙ্গী স্টেশন এলাকায়| বার বার বলা সত্ত্বেও তরুণ প্রজন্মের মধ্যে আসছে না সচেতনতা| মর্মান্তিক এক দুর্ঘটনা ফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল রেলের তরফে বা স্থানীয় প্রশাসনের তরফে যতই সচেতনতার প্রচার করা হোক না কেন, আদতে আমজনতা বিশেষ করে তরুণ প্রজন্ম বিষয়টিকে নিয়ে মাথাই ঘামাচ্ছে না|জানা গিয়েছে, ধুমডাঙ্গী স্টেশনের কাছে ৩২ নম্বর রেল গেট এলাকায় রবিবার রাত ৯টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে | ট্রেনের হুইসল তাঁদের কানে আসেনি | স্থানীয়রা জানিয়েছেন, ডাউন লাইন ধরে ছুটে আসা আগরতলা-দেওঘর এক্সপ্রেসের নীচেই ট্রেনের চাকায় মুহুর্তের মধ্যে ছিন্নভিন্ন হয়ে যায় ৪জন | স্থানীয়রা জানিয়েছেন, এলাকার অনেকেই চিৎকার করে ওই চার কিশোরকে সতর্ক করার চেষ্টা করেছিলেন। কিন্তু মোবাইলের গেমে বুঁদ ওই চার কিশোরের কানে সে আওয়াজে গিয়ে পৌঁছায়নি | জানা গিয়েছে, মৃত ৪ কিশোরই চোপড়ার কোনাগছ গ্রামের বাসিন্দা | সব থেকে বড় কথা চারজনের দেহ এতটাই ছিন্নবিচ্ছিন্ন জয়ে গিয়েছে যে শনাক্তকরণ করাই অসম্ভব হয়ে পড়েছে| তাই তাঁদের নাম পরিচয় এখনও সামনে আসেনি | তবে রেল পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *