Breaking News

গ্রেফতারির পর বুকে ব্যথা প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের!নিয়ে যাওয়া হয় হাসপাতালে

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া :- বিষ্ণুপুর পুরসভায় ১০ কোটি টাকার টেন্ডার কেলেঙ্কারিতে অভিযুক্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে হাসপাতালে নিয়ে গেল পুলিশ | সোমবার বুকে ব্যাথা অনুভব করায় তাঁকে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যায় পুলিশ | সেখানে বহির্বিভাগে ডাক্তার দেখানোর পর ছেড়েও দেওয়া হয়েছে তাঁকে | ১০ কোটি টাকার তছরুপের অভিযোগে গতকালই গ্রেফতার হয়েছেন বিজেপি নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। টাকা তছরুপ, প্রতারণা এবং জাল নথি বানানো-সহ একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে | আর গ্রেফতারির পর আচমকাই অসুস্থ হয়ে পড়েন রাজ্যের প্রাক্তন বস্ত্রমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় | রবিবার তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ | আর আজ সকাল থেকেই বুকে ব্যাথা নিয়ে বিষ্ণুপুর সুপারস্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি হন শ্যামাপ্রসাদ | যদিও এটা মানসিক চাপেই হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা | তাঁকে ছেড়েও দেওয়া হয়েছে প্রাথমিক চিকিৎসা করে| দীর্ঘদিন ধরেই উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন শ্যামাপ্রসাদ মুখার্জী | আজ সকালে আচমকাই বুকের বাঁ দিকে ব্যাথা অনুভব করায় দ্রুত হাসপাতালে নিয়ে গেলে এটা সাধারণ প্যানিক অ্যাটাক বলে জানান চিকিৎসকেরা |২০২১-এর নির্বাচনের আগে ঘটা করে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জী | কিন্তু বিজেপির ঘোর আপত্তি ছিল এই প্রাক্তন তৃণমূল নেতাকে দলে নেওয়ায় | তারপরেই দলের তরফে টিকিট না দেওয়ায় আক্রমণ করে তৃণমূলে ফেরার রাস্তা খোঁজেন বিষ্ণুপুরের প্রাক্তন বিধায়ক | কিন্তু ততদিনে দরজা বন্ধ করে দিয়েছেন তৃণমূল নেত্রী | তারপরেই ভোট মিটতে শ্যামাপ্রসাদের কুকীর্তি ধরা পড়েছে বিষ্ণুপুর পুরসভায় ৫৪টি সরকারি প্রকল্পে প্রায় দশ কোটি টাকার আর্থিক বেনিয়মের অভিযোগ রয়েছে শ্যামাপ্রসাদের নামে | যার তদন্তের স্বার্থেই গতকাল পুলিশ গ্রেফতার করে বিষ্ণুপুর পুরসভার প্রাক্তন পুর প্রধানকে | গতকাল বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে চারদিনের হেফাজত দেওয়া হয় শ্যামাপ্রসাদকে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *