Breaking News

মালদহে বোলতার কামড়ে মৃত্যু ৩ বছরের শিশুর, আহত ৩!

নিজস্ব সংবাদদাতা, মালদহ :- বিষাক্ত বোলতার কামড়ে মৃত্যু হল এক শিশুকন্যার | একই সঙ্গে আরও তিনজন ওই বিষাক্ত পোকার কামড়ে অসুস্থ হয়ে পড়েছেন | ঘটনাটি ঘটেছে মালদহ জেলার চাঁচোল মহকুমার হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের রামশিমূল গ্রামে | মৃত শিশুর নাম হাসি খাতুন | বয়স মাত্র ৩ বছর | পোকার কামড়ে যারা অসুস্থ হয়ে পড়েছেন তাঁদের মধ্যে রয়েছেন শিশুটির ঠাকুমা সুবেরা বেওয়া(৭০), জেঠিমা সাবেরা বিবি(৪২) ও মেজো ভাই রোজ আলি(৬) | এদের কারোরই অবস্থা ভালো নয় | তাই মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে|পরিবার সূত্রে জানা যায় হাসি খাতুন ও তার মেঝো ভাই রোজ আলি রবিবার বিকেল চারটে নাগাদ বসত বাড়ির পিছনে এক পরিত্যক্ত পাকা বাড়িতে খেলছিল | সেখানে বাসা বেঁধেছিল বোলতা| হঠাৎই এক ঝাঁক বিষাক্ত বোলতা ক্ষুদে দুই শিশুকে ছেঁকে ধরে | তাদের চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসেন ঠাকুমা সুবেরা বেওয়া ও জ্যেঠিমা সাবেরা বিবি | তাদের ওপরেও আক্রমণ করে বোলতা |বোলতার কামড়ে গুরুতর আহত হন দুই শিশু সহ চার জন | তাদেরকে চিকিৎসার জন্য চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারবাবুরা দুই শিশুকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন | স্থানান্তরের পথে মারা যায় হাসি খাতুন|মৃতের মামা ফুলসার আলম জানান, শিশুটির বাবা হাসিবুল আলম রাজস্থানের জয়পুরে রিকশা চালান | হঠাৎ বোলতার কামড়ে পরিবারের কনিষ্ঠ সদস্যকে হারিয়ে বিহ্বল বাকি সদস্যরা | বাকি তিনজন চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *