নিজস্ব সংবাদদাতা :- শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ত্রিপল চুরি মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট | সেই মামলার এদিন শুনানি শেষ হয়েছে বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে | কিন্তু আজকের জন্য এই মামলার রায়দানে স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি | এই মামলার ভিত্তিতে এদিন শুভেন্দু ও সৌমেন্দুর আইনজীবি জানিয়েছেন, এফআইআর-এ চুরির অভিযোগ নেই| চুরি হতে পারে এই অভিযোগ করেছিলেন পুরসভার সদস্য রত্নদ্বীপ মান্না | দুপক্ষের বাকবিতণ্ডার মাঝেই আজ ত্রিপল চুরি মামলার শুনানি শেষ হয় আদালতে | সরকারের তরফে এই মামলা প্রসঙ্গে জানানো হয়েছে, এই মুহূর্তে শুভেন্দুকে ছেড়ে দিলে তদন্ত প্রভাবিত হবে, এই মর্মে নন্দীগ্রামের বিধায়ককে অব্যাহতি দেওয়ার আর্জির বিরোধিতা করে আদালত জানান আইনজীবি কিশোর দত্ত | শুধুমাত্র শুভেন্দু তো নয়, তাঁর ভাই সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধেও একই অভিযোগ তোলা হয়েছিল | দুজনেই পাল্টা আদালতে আবেদন জানিয়েছিলেন, হয় এই মামলা থেকে মুক্তি দেওয়া হোক | নতুবা মামলাটির তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দেওয়া হোক| কারণ এই মামলা-সহ আরও একাধিক মামলা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রোণোদিত বলেই দাবি করে অধিকারী পরিবার | শুভেন্দুর আইনজীবীও যুক্তি দেন, এফআইআর-এ চুরির অভিযোগ নেই| চুরি হতে পারে এই অভিযোগ করেছিলেন পুরসভার সদস্য রত্নদ্বীপ মান্না| শুভেন্দুর পক্ষ থেকে তাঁর আইনজীবীর প্রশ্ন, “কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যাবে ত্রিপল চুরি করতে? আমি কি আমি কি চাকরি দেব বলে টেবিল পেতে বসেছিলাম? ২০১৮ সালের আত্মহত্যার মামলায় খুনের অভিযোগ আনা হচ্ছে | এটা কি প্রতিশোধমূলক আচরণ নয়?” ঠিক এই যুক্তিমালা সাজিয়েই শুভেন্দুর আইনজীবীর দাবি, হয় তাঁর মক্কেলের বিরুদ্ধে থাকা এই চারটি এফআইআর খারিজ করা হোক, নতুবা এই মামলাগুলির তদন্তভার সিপিআই-এর সঁপে দেওয়া হোক | দুপক্ষের বাকবিতণ্ডার মাঝেই সোমবার ত্রিপল চুরি মামলার শুনানি শেষ হল আদালতে |
Hindustan TV Bangla Bengali News Portal