দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- পুজোর পর স্কুল খোলার চেষ্টা করা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| এদিন মুখ্যমন্ত্রী বলেন,’পরিস্থিতি ঠিক থাকলে পুজোর পর স্কুল খোলা হবে| স্যানিটাইজ করে সমস্ত স্কুল খুলবে | কিন্তু, যদি তৃতীয় ঢেউ ভয়াবহ আকার ধারণ করে, তখন তো আমাদের হাতে কিছু থাকবে না |’ প্রসঙ্গত, করোনা সংক্রমণের শুরু থেকেই বন্ধ রয়েছে রাজ্যের স্কুলগুলি | এর আগেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন পুজোর পর স্কুল-কলেজ খুলে দেওয়া হবে | দুর্গাপুজোর পরই যাতে স্কুল খোলা যায় সেই চেষ্টাই করা হচ্ছে বলে নবান্ন সূত্রে খবর | ইতিমধ্যেই নানা খোঁজখবর নেওয়া শুরু হয়েছে | তবে যদি কোভিড পরিস্থিতি খারাপ না হয় তবেই বিষয়টি সম্ভব | সোমবার নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এই রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে | সংক্রমণ ১ শতাংশে নেমে এসেছে | তবে আজ ঠিক থাকলেও আগামীকাল কী হবে তা নিয়ে এভাবে বলা সম্ভব নয়। সব ঠিকঠাক থাকলে ভাইফোঁটার পরই রাজ্যে স্কুল খোলা হবে |’ আদিবাসী উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী ট্রাইবাল অ্যাডভাইসরি কাউন্সিল তৈরি করেছিলেন | সোমবার ছিল সেই পর্ষদের প্রথম বৈঠক |সেখানে তিনি বলেন, ‘৫০০ সাঁওতালি স্কুলে অলচিকি হরফে পড়ানো হবে | ৬ গুণের বেশি বাজেট বৃদ্ধি পেয়েছে শিক্ষার অগ্রগতিতে | রাজ্যে হবে ২০০টি রাজবংশী স্কুল | আমরা চাই পড়ুয়ারা স্কুলে যাক| কিন্তু আগাম পরিকল্পনা করতে হবে | পুজো এসে গিয়েছে | কাজেই পুজোর ছুটি-ভাইফোঁটা, দেওয়ালির পর পরিস্থিতি ঠিক থাকলে স্কুল খুলব | প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেই করোনা প্রতিরোধে গঠিত গ্লোবাল অ্যাডভাইজারি বোর্ডের প্রধান নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | তৃতীয় ঢেউয়ের মোকাবিলায় রোডম্যাপ তৈরি নিয়ে সেই বৈঠকে আলোচনা হয় | তখনই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, পুজোর পরই রাজ্যে স্কুল খোলার পরিকল্পনা রয়েছে রাজ্যের | কোভিড পরিস্থিতি যদি ঠিক থাকে, তবে পুজোর ছুটির পরই একদিন ছাড়া একদিন স্কুলগুলি খোলা হতে পারে |