প্রসেনজিৎ ধর, কলকাতা :- আগামী ২৬ আগস্ট আফগানিস্তান পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকার যে সর্বদল বৈঠক ডেকেছে তাতে অংশ নেবে তৃণমূল কংগ্রেস| সোমবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে এই কথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়|২৬ আগস্ট অর্থাৎ আগামী বৃহস্পতিবার সকাল ১১টায় আফগানিস্তান ইস্যুতে সর্বদল বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী | সূত্রের খবর, তালিবানের ক্ষমতা দখলের পর আফগানিস্তানে ভারতীয় বিনিয়োগ রক্ষা ও প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে এই বৈঠকে | এছাড়া, আগামী দিনে তালিবানের সঙ্গে সম্পর্ক কোন খাতে বইবে, তা ঠিক করতে বিরোধী দলনেতাদের সঙ্গে আলোচনা করতে চলেছেন মোদি |আফগানিস্তানে ভারতীয় উদ্ধার এবং একাধিক ইস্যুতে আগামী ২৬ তারিখ সর্বদল বৈঠকের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি| দেশের নিরাপত্তা এবং বিদেশনীতি মেনে সেই বৈঠকে যোগ দেবে এ রাজ্যের শাসকদল তৃণমূলও | সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে এ কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| তিনি আরও জানিয়েছেন, আফগানিস্তান থেকে ভারতীয়দের ফেরাতে বিদেশমন্ত্রক কাজ করছে| ওই দেশ থেকে বাংলার নাগরিকদের ফেরানোর জন্য কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে | কেন্দ্র ও রাজ্য একযোগে নাগরিকদের ফেরাচ্ছে | রাজ্যের বহু বাসিন্দা আফগানিস্তানে আটকে পড়েছেন | তাঁদের সুরক্ষিতভাবে ফিরিয়ে আনার জন্য রাজ্য প্রশাসনের দ্বারস্থ হচ্ছেন পরিবারের লোকজন | এর আগে মুখ্যমন্ত্রীও জেলাশাসকদের নির্দেশ দিয়েছিলেন কোন জেলায় কতজন আফগানিস্তানে আটকে রয়েছেন তার তালিকা তৈরি করতে | সেইমতো কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের সঙ্গে যোগাযোগ করছে নবান্ন | তবে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, সকলকেই ফিরিয়ে আনতে উদ্যোগী রাজ্য সরকার। এই বিষয়ে কেন্দ্র এবং রাজ্য যৌথভাবে কাজ করছে |