Breaking News

‘দুয়ারে সরকার’ কর্মসূচিতে পঞ্চায়েত কর্মীকে চড় বিডিও’র,ঘটনা ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়!মুর্শিদাবাদের ডোমকলের ঘটনা

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ :- রাজ্যের প্রায় সব জেলাতেই ‘দুয়ারে সরকার’ কর্মসূচির শিবিরগুলিতে আছড়ে পড়েছে মানুষের ভিড় | মুর্শিদাবাদ জেলার ডোমকল মহকুমার রানীনগর-২ ব্লকের কাতলামারি-১ গ্রাম পঞ্চায়েতের জুনিয়র বেসিক স্কুলে এদিন বসেছিল ‘দুয়ারে সরকার’ কর্মসূচি | সেখানেই আমজনতার দীর্ঘ লাইন, ভিড়, পঞ্চায়েত কর্মীদের হুড়োহুড়ি দেখে মেজাজ হারিয়ে এক পঞ্চায়েত কর্মীর গালে সপাটে চড় মারেন স্থানীয় বিডিও পার্থ চক্রবর্তী| সোমবার সকালে এমন ঘটনার পরেই শিবিরের সব কাজ বন্ধ করে প্রতিবাদে নামেন পঞ্চায়েতের কর্মীরা | পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও পরিষেবা না পেয়ে বিডিওকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন | ঘটনা ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় ওই স্কুল চত্বরে | পরে পুলিশি তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয় | জানা গিয়েছে, এদিন ঘটনার সূত্রপাত ঘটে শিবিরে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কাজে নামা এক পঞ্চায়েত কর্মী তাড়াতাড়ি কাজের জন্য বাঁশের ব্যারিকেড পেরিয়ে দ্রুত ক্যাম্পে আসার চেষ্টা করার সময় | আর তা দেখেই বিডিও তাঁর নিজের মেজাজ নিয়ন্ত্রণে রাখতে পারেননি | ওই পঞ্চায়েত কর্মীকে চড় মেরে বসেন | তারপরই কাজ করতে বেঁকে বসেন পঞ্চায়েতের অন্যান্য কর্মীরা | এমনকি পার্থবাবুর গাড়িচালকের কাছ থেকে গাড়ির চাবিও কেড়ে অনেন তাঁরা | পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসেন ডোমকলের এসডিপিও ফারুক মহম্মদ চৌধুরী, রানিনগর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি শাহ আলম সরকার-সহ অনেকে | প্রায় ঘণ্টা দুয়েক কাজ বন্ধ থাকে | ফলে অধৈর্য হয়ে পড়েন ক্যাম্পে পরিষেবা নিতে আসা মানুষজনও | তাঁরাও তখন বিডিওকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন | কার্যত শিবির ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় | পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে গিয়ে কার্যত হিমশিম খায় | প্রতিবাদী কর্মীদের সঙ্গে কথা বলে তাঁদের শান্ত করার চেষ্টা করেন পঞ্চায়েত সমিতির সভাপতি শাহ আলম সরকার | এই ঘটনা সম্পর্কে শাহ আলম সরকার বলেন, ‘দুয়ারে সরকার মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প | সামান্য কোনও কারণে এই কাজে বিঘ্ন ঘটানো ঠিক নয় | যা হয়েছে, পরে বসে ঠিক করা যাবে। এখন কাজ করে দিতে হবে | কর্মীদের এই কথা বলেও আশ্বস্ত করা গিয়েছে। কাজও শুরু হয়েছে|’ সভাপতির আবেদন মেনে পঞ্চায়েত কর্মীরা এরপর কাজে যোগও দেন | পরিস্থিতিও স্বাভাবিক হয়ে ওঠে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *