Breaking News

রাজ্যে আরও নিম্নমুখী করোনার দৈনিক সংক্রমণ-মৃত্যু!রাজ্যে মৃত্যুহীন ২০ জেলা

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- স্বস্তি দিয়ে রাজ্যে গত ২৪ ঘন্টায় আগের দিনের তুলনায় করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ ও মৃত্যুর রেখচিত্র আরও নিম্নমুখী | গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫১০ জন আর প্রাণ হারিয়েছেন ৭ জন | সোমবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত দৈনিক করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে আরও ২৭ হাজার ১৫৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে | এ নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত ১ কোটি ৬৬ লক্ষ ৮৯ হাজার ২৯৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে | নয়া নমুনা পরীক্ষায় আরও ৫১০ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে | যার ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৪৩ হাজার ৪৯৬ জনে | শনাক্তের হার অর্থা‍ৎ পজিটিভিটি রেট অবশ্য আগের দিনের চেয়ে বেড়েছে | রাজ্যে গত ২৪ ঘন্টায় পজিটিভিটি রেট ছিল ১ দশমিক ৮৮ শতাংশ |মারণ ভাইরাসের ছোবলে নতুন করে প্রাণ হারিয়েছেন ৭ জন | সবচেয়ে স্বস্তির হল, গত ২৪ ঘন্টায় রাজ্যের ২০ জেলায় করোনায় কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি |উত্তর ২৪ পরগণায় তিন জন,কলকাতা দু’জন ও হাওড়ায় দু’জন প্রাণ হারিয়েছেন|’সোমবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুসারে ৬২৮ জন সুস্থ হয়েছেন | অ্যাক্টিভ কেস কমেছে ১২৫টি | যার ফলে অ্যাক্টিভ কেসের সংখ্যা দাঁড়িয়েছে ৯,৩৩৬ | এদিন রাজ্যে সুস্থতার হার ছিল ৯৮.২০ শতাংশ | সংক্রমণের হার সামান্য বেড়ে হয়েছে ১.৮৮ শতাংশ |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *