নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি :- হোন্ডা সিটি করে পাচার হচ্ছিল গাঁজা, গোপনে সেই খবর পেয়ে অভিযান চালিয়ে ২টি দামী গাড়ি সহ ৪০ কেজি গাঁজা বাজেয়াপ্ত করল পুলিশ | সেই সঙ্গে গ্রেফতার হল ৩ যুবক | ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ালো ময়নাগুড়িতে|একটি হোন্ডা সিটি ও একটি হুন্ডাই ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ি থেকে সেই সময় ওই ৪০ কেজি গাঁজা উদ্ধার হয় |পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেফতার হওয়া ৩ যুবকের নাম সুদেব সরকার, তাপস সরকার এবং পদ সরকার৷ জানা গেছে, এদের প্রত্যেকের বাড়ি কোচবিহার জেলায় | এরা ওই বিপুল পরিমাণ গাঁজা দিনহাটা থেকে শিলিগুড়ি নিয়ে যাচ্ছিল | মঙ্গলবার সকালে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার পুলিশ ময়নাগুড়ি শহরের ইন্দিরা মোড় এলাকায় সার্ক রোড থেকে এদেরকে গ্রেফতার করেছে | গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তার আগেই গাড়ি দুটিকে আটক করে | এদিনই ওই ৩ জনকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে| পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানিয়েছেন, নাকা চেকিং এর সময় যাতে পুলিশের সন্দেহ না হয় তাই এই জাতীয় বিলাসবহুল গাড়িকে কাজে লাগিয়েছিল পাচারকারীরা | পুলিশ সতর্ক থাকায় এদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে | এই চক্রের পেছনে আরও কেউ আছে কিনা তা জানতে চেষ্টা করা হবে | সম্প্রতি উত্তরবঙ্গের ডুয়ার্স হয়ে চোরাচালানের পরিমাণ অনেক বেড়ে গিয়েছে | গাঁজা, বিদেশী মদ, পশুপাখির দেহাংশ এই সব জিনিসের পাচার বেড়ে গিয়েছে অনেক| মূলত অসম বা বাংলাদেশ থেকে এইসব জিনিস পাচার হচ্ছে ভূটান ও নেপালে| সেখান থেকে তা পাড়ি জমাচ্ছে বিদেশের বাজারে | কিন্তু পুলিশ এখন খুবই তৎপর হয়ে ওঠায় সব সময় সব জিনিস নির্বিঘ্নে পাচার হচ্ছে না |