Breaking News

নিমতিতা বিস্ফোরণ কাণ্ডে চার্জশিট জমা দিল এনআইএ,ধৃতদের বিরুদ্ধে ইউএপিএ সহ একাধিক ধারা!

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- মঙ্গলবার নিমতিতা বিস্ফোরণ কাণ্ডে নগর দায়রা আদালতে চার্জশিট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ | চার্জশিটে রয়েছে আবদুল সামাদ, সাহিদুল ইসলাম নামে দু’জনের নাম |সুতির বাসিন্দা সাহিদুলকে জেরা করেই চাঞ্চল্যকর তথ্য মিলেছে বলে দাবি করে সিআইডি | তদন্তকারী সূত্রে খবর, ধৃত সাহিদুল দীর্ঘদিন ধরেই অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত| বোমা তৈরিতে পারদর্শী সে | খোদ জাকির হোসেন একাধিকবার তার বিরুদ্ধে মামলা করেছে | সেই কারণে সুতির বাসিন্দা হওয়া সত্ত্বেও অধিকাংশ সময়ই ভিন রাজ্যে কাটাতে হতো তাকে | সেই কারণে তৈরি হয়েছিল আক্রোশ | এরপরই জাকির হোসেনকে খুনের ছক কষে সে | তৈরি করে বোমা | নির্দিষ্ট সময়ে তা ব্যাগে ভরে পৌঁছে দেয় নিমতিতা স্টেশনে | সূত্রের খবর, ওই চার্জশিটে ইউএপিএ ধারা যুক্ত করা হয়েছে | এদের বিরুদ্ধে ইউএপিএ-র ১৬, ১৮ ও ২০ ধারায় অভিযাগ আনা হয়েছে | পাশাপাশি বিস্ফোরণ আইনের ৩,৪ এবং ভারতীয় দন্ডবিধির ৩০৭, ৩২৬, ১২০বি ও ২০১ ধারায় অভিযোগ আনা হয়েছে | চার্জশিটে বলা হয়েছে, বড়সড় নাশকতার উদ্দেশ্য ছিল অভিযুক্তদের|পাশাপাশি রাজ্যের মন্ত্রী জাকির হোসেনকেও হত্যা করার ছক ছিল তাঁদের | মোট ১৭৩ জন সাক্ষীর কথাও উল্লেখ রয়েছে ওই চার্জশিটে | চলতি বছরে বিধানসভা নির্বাচনের ঠিক আগে ফেব্রুয়ারী মাসের ১৭ তারিখ রাতে মুর্শিদাবাদ জেলার নিমতিতা স্টেশনে বিস্ফোরণে আহত হয়েছিলেন রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন | তিনি ছাড়াও আহত হয়েছিলেন কমপক্ষে আরও ২১ জন | এই ঘটনার তদন্ত প্রথমে রাজ্য পুলিশের সিআইডি-র হাতে ছিল| পরে আদালতের নির্দেশে তদন্তভার হাতে নেয় এনআইএ | ঘটনার নেপথ্যে কোন সংগঠন তা জানার জন্য তদন্ত করছে জাতীয় তদন্তকারী সংস্থা| মোট ১২০ পাতার চার্জশিটে বলা হয়েছে, বিষ্ফোরণে শক্তিশালী আইইডি ব্যবহার করা হয়েছিল | অপরদিকে যেহেতু রাজ্যের মন্ত্রীকে হত্যার পরিকল্পনা ছিল সেহেতু দেশদ্রোহীতার ইউএপিএ ধারা যুক্ত করা হয়েছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *