প্রসেনজিৎ ধর,কলকাতা :- ভ্যাকসিন নীতিতে ফের বদল করছে কলকাতা পুরসভা | নির্দিষ্ট ‘টাইম স্লট’ নয়, এখন থেকে যে কোনও সময়ে পুরসভার টিকাকেন্দ্রগুলিতে গিয়ে প্রথম অথবা দ্বিতীয় ডোজ নেওয়া যাবে সহজেই | মঙ্গলবার থেকেই চালু নয়া নিয়ম | সকাল ১০ টা থেকে বিকেল চারটের মধ্যে কেউ ভ্যাকসিন নিতে চাইলেই মিলবে যে কোনও ডোজ | অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় ডোজের জন্য আলাদা কোনও সময় থাকছে না | গত ১৯ আগস্ট পুরনিগমের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছিল, শহরের সব সরকারি ভ্যাকসিন সেন্টারে প্রতিদিনই দেওয়া হবে ভ্যাকসিন | সকাল ১০টা থেকে ২টো অবধি প্রথম ডোজ ও ২টো থেকে ৪টে অবধি দ্বিতীয় ডোজ দেওয়া হবে | কিন্তু এদিন থেকে সেই ব্যবস্থাপনাতেও বদল আনা হচ্ছে | উঠে যাচ্ছে এই দুই ডোজের ভিন্ন ভিন্ন সময়ের টিকা দেওয়ার বিষয়টি | আজ থেকে কলকাতা পুরনিগমের ১০২টি আরবান প্রাইমারি সেন্টার ও ৫০টি মেগা সেন্টারে রোজ ভ্যাকসিন দেওয়া হবে | প্রতিদিনই সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত এই ভ্যাক্সিন দেওয়া হবে | ওই সময়ের মধ্যে যে কেউ ওই সব সেন্টারে লাইনে দাঁড়াতে পারবেন কোভিড ভ্যাকসিনের প্রথম অথবা দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য|
প্রথম ও দ্বিতীয় ডোজের জন্য কোনও আলাদা আলাদা সময় নয়, যে কোনও সময়েই মিলবে দুটি ডোজ | কলকাতা পুরনিগম সূত্রে জানা গিয়েছে, কোভিড ভ্যাক্সিনের প্রথম ডোজ নেওয়ার জন্য এখন যতটা ভিড় হচ্ছে তত ভিড় কিন্তু হচ্ছে না দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য | তাই দেখা যাচ্ছে প্রথম ডোজ নেওয়ার জন্য দুপুর ২টোর পরেও মানুষ লাইনে দাঁড়িয়ে থাকছেন | অথচ সেই সময় দ্বিতীয় ডোজ দেওয়ার কথা যা নেওয়ার জন্য গুটিকয় মানুষ উপস্থিত থাকছেন | এই চাহিদা ও উপস্থিতির মধ্যে কোনও ভারসাম্য রাখা যাচ্ছে না বলেই কলকাতা পুরনিগমকে বার বার ভ্যাকসিন প্রদানের নিয়মে পরিবর্তন আনতে হচ্ছে |