দেবরীনা মণ্ডল সাহা :- করোনা লকডাউনের জেরে বেশ কিছু মাস বন্ধ থাকার পর বুধবার নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিংয়ের মধ্যে ফের শুরু হল টয় ট্রেন পরিষেবা | টয় ট্রেন পরিষেবা শুরু হওয়ায় খুশি পর্যটক ও পর্যটন ব্যবসায়ীরা | নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং টয় ট্রেন পরিষেবা বন্ধ থাকলেও কিছুদিন আগে গত ১৬ আগস্ট থেকে চালু হয়েছিল কেবলমাত্র দার্জিলিং এর জন্য জয় রাইড |
নানা বিধি-নিষেধ শিথিল করে পর্যটনের দ্বার খুলে দেওয়া হলেও দার্জিলিং সহ তরাই ডুয়ার্সে পর্যটকদের খুব একটা দেখা পাওয়া যাচ্ছিল না| স্বাভাবিকভাবেই পর্যটন শিল্পের সাথে যুক্ত ব্যবসায়ীদের এতেই মাথায় হাত পড়েছিল | দার্জিলিং থেকে ঘুমের মধ্যে যাতায়াত করছি ট্রেনগুলি | পরিকল্পনা ছিল পুজোর আগেই নিউ জলপাইগুড়ি থেকে পুরো পথে চলবে ট্রেন | তবে দেরি না করে বুধবারই পরিষেবা শুরুর সিদ্ধান্ত নেন দক্ষিণ-পূর্ব সীমান্ত রেলের কর্তারা |
রেল সূত্রের খবর, টয় ট্রেন পরিষেবা বেশিদিন বন্ধ থাকলে তা ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা হারাতে পারে | সেই আশঙ্কাতেই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে ফের শুরু হল পরিষেবা| টয় ট্রেন পরিষেবা চালু হওয়ায় খুশি পর্যটক ও পর্যটন ব্যবসায়ীরা। করোনার জেরে পাহাড়ে দীর্ঘদিন ধরে মার খাচ্ছে পর্যটন ব্যবসা| টয় ট্রেন চালু হলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে বলে আশা তাঁদের | তবে কেন্দ্রীয় সরকারের তরফে টয় ট্রেনের বেসরকারিকরণের যে প্রস্তাব গ্রহণ করা হয়েছে পাহাড়ের পর্যটন ব্যবসায়ীরা তার বিরোধিতা করবেন বলে জানিয়েছেন |