Breaking News

দেশের মধ্যে শীর্ষে ‘‌বাংলার বাড়ি’‌ প্রকল্প,কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রকের জিও ট্যাগিং রেটিংয়ে শীর্ষে উঠে এল!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে চালু হওয়া একের পর এক প্রকল্প তুমুল জনপ্রিয়তা পেয়েছে | আবারও কেন্দ্রীয় সরকারের বিচারে রাজ্যের আরেকটি প্রকল্প দেশের মধ্যে প্রথম হল | এবার প্রশংসিত হল রাজ্যের ‘বাংলার বাড়ি’ প্রকল্প | এবার এই প্রকল্পের প্রশংসায় ভরিয়ে দিল কেন্দ্র | সূত্রের খবর, এই মর্মে নবান্নে চিঠি পাঠিয়ে অভিনন্দন জানিয়েছে কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রক |মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৮ সালের জানুয়ারি মাসে গৃহহীন নিম্নবিত্তদের জন্য আবাস যোজনা ‘বাংলার বাড়ি’ প্রকল্প ঘোষণা করেছিলেন | প্রথম পর্যায়ে প্রায় ৫ লক্ষ মানুষের হাতে বাংলার বাড়ি প্রকল্পের ঘরের চাবি তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার | এই বাংলার বাড়ি প্রকল্পই এবার কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রকের জিও ট্যাগিং রেটিংয়ে শীর্ষে উঠে এল | রাজ্য সরকারের কাছে এই সংক্রান্ত একটি রিপোর্ট সম্প্রতি এসে পৌঁছেছে |
এই প্রকল্পে একটি বাড়ি তৈরি করতে মোট খরচ হয় ৩ লক্ষ ৬৮ হাজার টাকা| যার মধ্যে কেন্দ্রীয় সরকার দেয় দেড় লক্ষ টাকা এবং রাজ্য সরকার দেয় ১ লক্ষ ৯৩ হাজার টাকা | দেশের মধ্যে পশ্চিমবঙ্গই সবচেয়ে বেশি টাকা দিচ্ছে এই প্রকল্পে | এরপরেই ওডিশা, কেন্দ্রের দেড় লক্ষের পাশাপাশি ওড়িশা সরকার দেয় ১ লক্ষ ৬৭ হাজার টাকা | সেখানে বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশ সরকার দেয় ১ লক্ষ টাকা | কেন্দ্রীয় সরকারের দেওয়া হিসেব অনুযায়ী পশ্চিমবঙ্গেই সবচেয়ে বেশি বাড়ি তৈরি হয়েছে এই প্রকল্পে | জিও ট্যাগিংয়ে এই তথ্য উঠে এসেছে | এই প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় থাকে |কেন্দ্রের দেওয়া পরিসংখ্যান বলছে, বিগত সময়ে মোট ৩,২৫,৯৯৮ আবেদন এসেছিল | তার মধ্যে গ্রহণ হয় ৩ লক্ষ ১৭ হাজার ৬৮২ আবেদন | সাফল্যের হার ৯৭.৪৫ শতাংশ | এর পরেই আছে অন্ধ্রপ্রদেশ এবং গুজরাট ও ছত্তিশগড় | এই প্রকল্পকে এগিয়ে নিয়ে যেতে আরও বদ্ধপরিকর বলে জানিয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য | তাঁর মতে, কেন্দ্রের ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’ প্রকল্পের তুলনায় অনেক ভাল রাজ্যের এই প্রকল্প |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *