Breaking News

গৃহবধূকে কেরোসিন তেল দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে মারার ঘটনায় দোষীদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা মালদহ জেলা আদালতের !

দেবাশীষ পাল,মালদহ :- গৃহবধূকে কেরোসিন তেল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় দোষীদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল মালদহ জেলা আদালত | বুধবার মৃত গৃহবধূর স্বামী সহ শ্বশুরবাড়ির পাঁচজনকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করলেন মালদহ জেলা আদালতের অ্যাডিশনাল ফাস্ট কোটের বিচারপতি মৌ চ্যাটার্জী | দোষীদের শাস্তি হওয়ায় খুশি মৃত গৃহবধূর বাবার বাড়ির লোকেরা | প্রসঙ্গত, ২০১২ সালের ৪ মার্চ কালিয়াচকের চুরি অনন্তপুর গ্রামের বাসিন্দা রাজিবুল শেখ তার স্ত্রী ঝরনা বিবি কেরোসিন তেল ঢেলে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করে বলে অভিযোগ | স্ত্রীর গায়ে কেরোসিন তেল ও আগুন ধরাতে সাহায্য করে বাবা ভোগ্গু শেখ, মা জোনাকি বিবি ও দুই বোন আসমানী বিবি আসিয়া বিবি বলেও অভিযোগ | গৃহবধূ ঝরনা বিবি অগ্নিদগ্ধ অবস্থায় ছটপট করতে থাকলে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে প্রথমে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে | কিন্তু অবস্থার অবনতি হতে থাকায় মালদহ মেডিকেল এর চিকিৎসকরা তাকে কলকাতা রেফার করে। কলকাতা নিয়ে যাওয়ার পথে মুর্শিদাবাদের জঙ্গিপুরে মৃত্যু হয় |তারপরেই মৃত ঝরনা বিবির বাবা মোতায়ের শেখ অভিযুক্ত জামায়াত সহ তার পরিবারের ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে | ঘটনার তদন্তে নেমে পুলিশ জড়িতদের গ্রেফতার করে শুরু হয় ঘটনার বিচার প্রক্রিয়া | তবে তিনজনের বিরুদ্ধে সঠিক তথ্য প্রমাণ না থাকায় পুলিশ তিন জনকে ছেড়ে দেয় | অভিযুক্ত পাঁচজনের বিরুদ্ধে ৪৯৮এ,৩০৪বি,৩০২ ও ৩৪ ধারায় মামলা রুজু করে | প্রায় নয় বছর ধরে চলে ঘটনার বিচার প্রক্রিয়া। ১৬ জন সাক্ষী প্রমাণ দেয় এই ঘটনায়| অবশেষে মঙ্গলবার অভিযুক্ত ৫ জনকে দোষী সাব্যস্ত করে মালদা জেলা আদালত | চারটি ধারায় তাদের যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করে আদালত |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *