Breaking News

আচমকা থমকে গেল কলকাতার ১,২০০ সিসিটিভি ক্যামেরা!বিভিন্ন প্রান্তের যাবতীয় পরিস্থিতির উপর নজর রেখেছেন ট্র্যাফিক সার্জেন্টেরা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আচমকা বন্ধ হয়ে গেল কলকাতার একাধিক ‘চোখ’ | কলকাতা পুলিশ সূত্রে খবর, বিকল হয়ে যায় শহরের ১,২০০ টি সিসিটিভি ক্যামেরা |লালবাজার সূত্রে খবর, কলকাতা ট্রাফিক পুলিশের অন্তত হাজারের বেশি সিসিটিভি ক্যামেরা একসঙ্গে বিকল হয়ে যাওয়ায় শহরের রাজপথে নজরদারির প্রক্রিয়া কার্যত থমকে গিয়েছে | লালবাজার থেকে শুরু করে ট্র্যাফিক কন্ট্রোল গার্ড, সব বিভাগই এককথায় অন্ধকারে | একসঙ্গে এতগুলি সিসিটিভি বিগড়ে যাওয়ার কারণটা কী, তা নিয়েও বিভিন্ন তথ্য উঠে আসছে | এই সিসিটিভি ক্যামেরাগুলিকেই কলকাতা পুলিশের ‘চোখ’ বলা হয়ে থাকে | লালবাজারে বসে এই ক্যামেরার মাধ্যমেই বস্তুত গোটা কলকাতা শহরের উপর নজরদারি রাখেন পুলিশকর্তারা | কিন্তু সেই চোখ বন্ধ হয়ে যাওয়ায় বেজায় সমস্যার মধ্যে পড়তে হয়েছে কলকাতা পুলিশকে | একসঙ্গে আচমকা সবগুলি ক্যামেরা কাজ করা বন্ধ করে দেওয়ায় সাইবার হামলার আশঙ্কাও উড়িয়ে দিতে পারছেন না পুলিশকর্তাদের একাংশ | এই জন্যই ঠিক কী কারণে এমনটা হল, তা তদন্ত করে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতা পুলিশের সাইবার শাখাকে | কোনও যান্ত্রিক ত্রুটি জেরে এমনটা ঘটল, নাকি আশঙ্কা সত্যি করে বাস্তবেই কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের উপর কোনও শত্রু সাইবার হানা দিল, সেটা বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে | সূত্রের খবর, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যে সিসিটিভি লাগানো আছে, তার মধ্যে কমপক্ষে ১,২০০ টিতে ‘অন্ধকার’ নেমে এসেছে | কোনও ছবি, ফুটেজ আসছে না| যে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে শহরের বিভিন্ন প্রান্তে নজরদারি চালানো হয়| সেই পরিস্থিতিতে বিভিন্ন প্রান্তের যাবতীয় পরিস্থিতির উপর নজর রেখেছেন ট্র্যাফিক সার্জেন্টেরা | তাঁরাই পরিস্থিতি সামাল দিচ্ছেন |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *