Breaking News

পিকআপ ভ্যানের ধাক্কায় এক মোটর বাইক আরোহীর মৃত্যু, রণক্ষেত্র ঝাড়গ্রামের জিতুশোল

তৃণ্ময় বেরা, ঝাড়গ্রাম :- পিকআপ ভ্যানের ধাক্কায় এক মোটর চালকের মৃত্যুকে ঘিরে রণক্ষত্র ছড়াল ঝাড়গ্রাম থানার জিতুশোল এলাকায় | রবিবার সকালে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায় | জানা গেছে ৩২ বছরের বিজয় মাহাতো পেশায় একজন লরি চালক ছিলেন | স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালবেলা বিজয় সব্জি ও মাছ বাজার করে লোধাশুলি থেকে ফিরছিলেন | জিতুশোল এলাকায় ঝাড়গ্রাম নির্মীয়মান গেটের সম্মুখে লোধাশুলিগামী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মোটর বাইককে ধাক্কা মারে | ঘটনাস্থলেই মৃত্যু হয় বিজয়ের |


জানা গিয়েছে, মৃত ব্যক্তির বাড়ি জিতুশোল এলাকায় | তাঁর বাড়িতে স্ত্রী সহ এক ছেলে, এক মেয়ে রয়েছে | ঘটনার পর উত্তেজিত জনতা পিকাপ ভ্যানটিতে আগুন লাগিয়ে দেয় | এর ফলে কিছুক্ষণের জন্যে ঝাড়গ্রামের ৫নং রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে | খবর পেয়ে ঘটনাস্থলে আসে ঝাড়গ্রাম থানার আইসি পলাশ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশবাহিনী | পুলিশ সূত্রে খবর,ওই গাড়ির চালক পলাতক | ঘটনার তদন্তে নেমেছে পুলিশ |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *