রজত সেন,নদীয়া:-যারা জয় শ্রীরামকে গালাগালি ভাবে, জয় শ্রীরামকে ভয় পায় তাদের রাজনীতি করা উচিত নয়, নেতাজী রাজনৈতিক নেতা ছিলেন তাঁকে নিয়ে একশো বার রাজনীতি করব, কার বাপের হিম্মত আছে আটকাবে। যদি দম থাকে তাহলে আটকাক টিএমসি”, ঠিক এই ভাষাতেই তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ বহরমপুরে দলীয় সভায় যোগ দিতে যাচ্ছিলেন দিলীপ ঘোষ। সেই সময় নদিয়ার ধুবুলিয়া থানার হাসাডাঙার একটি রিসর্টে শিক্ষক সংগঠনের বৈঠকে যোগ দেন দিলীপ। এরপর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই কথা বলেন । এছাড়াও গোষ্ঠী কোন্দল নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে বলেন নতুন করে দলে যোগদানের ফলে কিছুটা সমস্যা হচ্ছে তবে সবাই আগামী দিনে জায়গা পাবেন। এছাড়াও অমিত শাহের নদীয়া সফর নিয়ে দিলীপ ঘোষ বলেন আমাদের আমাদের দলের ভেতরে এখনো আলোচনা হচ্ছে আমরা সব কিছু রুটিন করে সংবাদমাধ্যমকে জানিয়ে দেবো।