নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- কয়লা কাণ্ডে এ বার অভিষেক বন্দোপাধ্যায়কে নোটিস পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি | উল্লেখযোগ্য বিষয় হল, তাঁকে নয়াদিল্লিতে ডেকে পাঠানো হয়েছে | সূত্রের খবর, অভিষেকের সঙ্গে তাঁর স্ত্রী রুজিরা নারুলাকেও ডেকে পাঠিয়েছে এই গোয়েন্দা সংস্থা | আগামী ১ সেপ্টেম্বর হাজিরার জন্য ডাকা হয়েছে রুজিরাকে | আর অভিষেককে ডেকে পাঠানো হয়েছে ৬ সেপ্টেম্বর | আর এখানের তিন আইপিএস অফিসারকেও তলব করা হয়েছে বলে খবর | অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তাঁর স্ত্রীর কাছে ইডির হাজিরার নোটিশ পৌঁছে গিয়েছ| তবে সিবিআই-এর যে দফতরে গরু ও কয়লা মামলার তদন্ত চলছে, অর্থাৎ কলকাতার নিজাম প্যালেসের অফিসে তাঁদের না ডেকে নোটিস দিয়ে সোজা দিল্লি ডেকে পাঠানোর ঘটনা কিছুটা নজিরবিহীন বলা চলে | ওয়াকিবহাল মহলের মতে, নারদকাণ্ডে তৃণমূলের দুই মন্ত্রী ও দুই প্রাক্তন মন্ত্রীকে গ্রেফতারের পর যে ধরনের বিক্ষোভ নিজাম প্যালেসের বাইরের এলাকা জুড়ে চলেছিল, তারপর আর কোনও মামলায় এ রাজ্যের শাসক শিবিরের নেতা-মন্ত্রীকে কলকাতায় বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে না কোনও তদন্তকারী সংস্থা | ইডি সূত্রে দাবি, এই মামলায় অভিষেক বন্দোপাধ্যায়কে এই নিয়ে তৃতীয় নোটিস পাঠানো হল | কয়লা মামলার তদন্তে তাঁর সহযোগিতা চেয়ে এই নোটিস পাঠানো হয়েছে বলে খবর | এর আগে কয়লাকাণ্ডে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে গিয়ে তাঁর স্ত্রী রুজিরা নারুলাকে সিবিআই-এর গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করেছিলেন | ইডির একটি সূত্রে জানা গিয়েছে, আগামী ৮, ৯, ১০ সেপ্টেম্বর ডেকে পাঠানো হয়েছে আইপিএস সেলভা মুরুগান, জ্ঞানবন্ত সিং এবং শ্যাম সিংকে | অগস্ট মাসের শুরুতেও এই আইপিএসদের ডেকেছিল ইডি| কিন্তু ব্যক্তিগত কাজের কারণ দেখিয়ে হাজির হননি এই তিন আইপিএস | তাই আবার নোটিশ পাঠানো হল তাঁদের |